কীটনাশক পণ্যে সিন্ডিকেট ভাঙতে কমিটি

৩ সপ্তাহ আগে
কীটনাশক পণ্যে অপ্রতিরোধ্য সিন্ডিকেট ভাঙতে প্রধান উপদেষ্টা ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের উপদেষ্টদের সঙ্গে সাক্ষাতের জন্য বাংলাদেশ অ্যাগ্রোকেমিক্যাল ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের (বামা) চার সদস্যের কমিটি গঠন করা হয়েছে।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) রাজধানীতে এসিআইয়ের প্রধান কার্যালয়ে বামার প্রধান উপদেষ্টা এসিআই গ্রুপের চেয়ারম্যান আনিস-উদ-দৌলার নেতৃত্বে চার সদস্যের কমিটি গঠন করা হয়।

 

কমিটির অন্য সদস্যরা হলেন- সংগঠনের সভাপতি ন্যাশনাল এগ্রিকেয়ার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক কেএসএম মোস্তাফিজুর রহমান, সাধারণ সম্পাদক এম এ মান্নান ও সহ-সভাপতি জাহাঙ্গীর খান।

 

আরও পড়ুন: শ্রেণিকক্ষে কীটনাশকের গন্ধে ২০ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে ভর্তি ৮

 

কীটনাশক পণ্যে অপ্রতিরোধ্য সিন্ডিকেট ভাঙতে প্রধান উপদেষ্টাসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের উপদেষ্টদের সঙ্গে সাক্ষাত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে অনুরোধ জানাতে চায় এই কমিটি।

 

আরও পড়ুন: জনস্বাস্থ্য ও পরিবেশের ওপর ক্ষতিকর প্রভাব ফেলছে ‘কীটনাশক’, বলছে সমীক্ষা

 

জানা যায়, কৃষি শিল্প বিকাশে দেশের ভেতরই প্রতিবন্ধকতা সৃষ্টিতে শুল্ক ও অশুল্ক বাঁধা তৈরি করে রেখেছে স্বার্থন্বেষী মহল। বার বার সরকারের দায়িত্বশীল মন্ত্রণালয় ও প্রতিষ্ঠানের দৃষ্টি আকর্ষণ, চিঠি ও মিটিংয়েও কৃষি খাত থেকে অশুভ শক্তি দূর করতে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে না। তাই এই কমিটি গঠন করা হয়।

]]>
সম্পূর্ণ পড়ুন