মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) রাজধানীতে এসিআইয়ের প্রধান কার্যালয়ে বামার প্রধান উপদেষ্টা এসিআই গ্রুপের চেয়ারম্যান আনিস-উদ-দৌলার নেতৃত্বে চার সদস্যের কমিটি গঠন করা হয়।
কমিটির অন্য সদস্যরা হলেন- সংগঠনের সভাপতি ন্যাশনাল এগ্রিকেয়ার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক কেএসএম মোস্তাফিজুর রহমান, সাধারণ সম্পাদক এম এ মান্নান ও সহ-সভাপতি জাহাঙ্গীর খান।
আরও পড়ুন: শ্রেণিকক্ষে কীটনাশকের গন্ধে ২০ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে ভর্তি ৮
কীটনাশক পণ্যে অপ্রতিরোধ্য সিন্ডিকেট ভাঙতে প্রধান উপদেষ্টাসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের উপদেষ্টদের সঙ্গে সাক্ষাত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে অনুরোধ জানাতে চায় এই কমিটি।
আরও পড়ুন: জনস্বাস্থ্য ও পরিবেশের ওপর ক্ষতিকর প্রভাব ফেলছে ‘কীটনাশক’, বলছে সমীক্ষা
জানা যায়, কৃষি শিল্প বিকাশে দেশের ভেতরই প্রতিবন্ধকতা সৃষ্টিতে শুল্ক ও অশুল্ক বাঁধা তৈরি করে রেখেছে স্বার্থন্বেষী মহল। বার বার সরকারের দায়িত্বশীল মন্ত্রণালয় ও প্রতিষ্ঠানের দৃষ্টি আকর্ষণ, চিঠি ও মিটিংয়েও কৃষি খাত থেকে অশুভ শক্তি দূর করতে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে না। তাই এই কমিটি গঠন করা হয়।
]]>