কিশোরগঞ্জে শহররক্ষা বাঁধের ঢালে পড়ে ছিল যুবকের মরদেহ

৩ সপ্তাহ আগে
কিশোরগঞ্জের ভৈরবে আজমত আলী নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (২০ ডিসেম্বর) ভোরে ভৈরবে মেঘনা নদীর শহররক্ষা বাঁধের ঢাল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।


নিহত আজমত আলী ঢাকা ক্যান্টনমেন্ট এলাকার ১৫নং ওয়ার্ডের ইসরাফিল মিয়ার ছেলে। রায়পুরার মহেশপুরে তার শশুরবাড়ি। সেখান থেকেই তিনি ভৈরবে আসেন। তার পকেটে একটি মদের লাইসেন্স পাওয়া যায়। তার সূত্র ধরেই পরিচয় শনাক্ত করে পুলিশ।


পুলিশ ও এলাকাবাসী জানায়, ভোরে বাঁশ বাজার বেড়িবাঁধের নিচে নদীর পাড়ে এক ব্যক্তির মৃতদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন স্থানীয়রা। পরে পুলিশ সুরুতহাল প্রতিবেদন তৈরি করে মরদেহ থানায় নিয়ে যায়। নিহতের মাথায় আঘাতে চিহ্ন রয়েছে।


আরও পড়ুন: নারায়ণগঞ্জে মাঠে পড়েছিল মাথাবিহীন মরদেহ


তবে শুক্রবার রাতে এই ব্যক্তিকে ওই এলাকায় মাতাল অবস্থায় ঘোরাফেরা করতে দেখেন এলাকাবাসী।


ধারণা করা হচ্ছে, মাতাল অবস্থায় বেড়িবাঁধ থেকে পড়ে গিয়ে তিনি মারাত্মক আহত হন। অন্ধকার থাকায় কেউ তাকে দেখতে না পাওয়ায় অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে।


ভৈরব নৌ-থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুজ্জামান বলেন, ‘সকালে ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়। তার পকেট থেকে একটি মদের লাইসেন্স উদ্ধার করি। এর সূত্র ধরে তার পরিচয় শনাক্ত করা হয়। পরে তার মৃত্যুর সঠিক কারণ অনুসন্ধানে মরদেহ ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জের কিশোরগঞ্জ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।’

 

]]>
সম্পূর্ণ পড়ুন