কিশোরগঞ্জে ব্রহ্মপুত্র নদে গোসলে নেমে যুবকের মৃত্যু

৬ দিন আগে
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ব্রহ্মপুত্র নদে গোসলে নেমে পানিতে ডুবে রিফাত (২০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ সময় অপরজনকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করেছে স্থানীয়রা। তাকে কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

শনিবার (২ আগস্ট) সন্ধ্যায় নিখোঁজের ৩ ঘণ্টা পর উপজেলার চরফরাদী ইউনিয়নের দক্ষিণ চরটেকি এলাকায় ব্রহ্মপুত্র নদে অভিযান চালিয়ে তার মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।


এর আগে, বিকেল সাড়ে ৪টার দিকে তিনি নিখোঁজ হন। মৃত রিফাত পাকুন্দিয়া উপজেলার জাঙ্গালিয়া ইউনিয়নের কাজিহাটি গ্রামের ফারুক মিয়ার ছেলে।


স্থানীয়রা জানায়, পাকুন্দিয়া উপজেলার তারাকান্দি ইউনিয়নের মালোয়ার চর গ্রামের শাহাবুদ্দিনের ছেলে রাজিব (৩০) শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার তারাকান্দি ইউনিয়নের তার শ্যালকসহ পরিবারের লোকজনকে নিয়ে চরটেকি এলাকায় ঘুরতে যান। এ সময়  রিফাত ও রাজিব নদের পানিতে গোসল করতে নামলে প্রবল স্রোতের টানে দুজনই পানিতে ডুবে যান। আশপাশের লোকজন নৌকা নিয়ে রাজিবকে উদ্ধার করতে পারলে নিখোঁজ হন রিফাত। খবর পেয়ে কিশোরগঞ্জ থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করে। সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তার মরদেহ উদ্ধার করা হয়।


আরও পড়ুন: সমুদ্রের ঢেউ ভাসিয়ে নিচ্ছিল পর্যটককে, উদ্ধার করল জেলে


পাকুন্দিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. বিল্লাল হোসেন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।


প্রসঙ্গত, ব্রহ্মপুত্র নদের ভাঙন থেকে রক্ষায় দক্ষিণ চরটেকি এলাকায় বাঁধ নির্মাণ করা হয়। আকর্ষণীয় ওই স্থান এবং বাঁধ দেখতে প্রতিদিনই ঘুরতে যায় শতশত ভ্রমণ পিপাসু মানুষ। এরইমধ্যে মিনি কক্সবাজার হিসেবে পরিচিতি পেয়েছে এলাকাটি। এখানে অরক্ষিতভাবে ছোট নৌকা নিয়ে ঘুরতে গিয়ে প্রায়ই ঘটছে দুর্ঘটনা।


গত ১১ জুলাই চরটেকি এলাকায় ঘুরতে গিয়ে নৌকা ডুবে কিশোরগঞ্জ সদর উপজেলার চৌদ্দশত ইউনিয়নের জালুয়াপাড়া গ্রামের আব্দুর রহমানের দুই মেয়ে কলেজছাত্রী নীলা আক্তার (১৭) ও নীহা (৯) মারা যায়। এ ঘটনার পর স্থানীয় প্রশাসন দক্ষিণ চরটেকি এলাকায় ব্রহ্মপুত্র নদে সব ধরনের নৌকায় পর্যটকদের ভ্রমণ নিষিদ্ধ করে। কিন্তু প্রশাসনের নিষেধাজ্ঞা অমান্য করে অনেকেই নদের পানিতে ঘুরতে যায়।

]]>
সম্পূর্ণ পড়ুন