বুধবার (১১ জুন) দুপুরে উপজেলার পিটুয়া গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
স্থানীয়দের বরাতে জানা গেছে, বুধবার দুপুরে বাড়ির পাশে একটি ফিশারির পুকুরে গোসল করতে যায় করিমগঞ্জ উপজেলার কাদিরজঙ্গল ইউনিয়নের পিটুয়া গ্রামের শফিকুল ইসলামের মেয়ে ইয়াসমিন (৯) ও রাসেল মিয়ার মেয়ে তাইয়্যেবা আক্তার (১১)। তারা দুইজন আপন চাচাতো বোন।
আরও পড়ুন: ঈদের ছুটিতে জাফলংয়ে ঘুরতে গিয়ে পর্যটকের মৃত্যু
গোসল করে বাড়ি ফিরতে দেরি হওয়ায় পরিবারের সদস্যরা পুকুরপাড়ে যায়। সেখানে গিয়ে মগ এবং জামাকাপড় পানিতে ভাসতে দেখেন। আশেপাশে কোথাও ইয়াসমিন এবং তাইয়্যেবাকে দেখতে না পেয়ে পুকুরের পানিতে ডুব দিয়ে তাদেরকে উদ্ধার করা হয়। দ্রুত করিমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।
স্কুল পড়ুয়া দুই শিশুর মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গায়। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের সদস্যদের কাছে তাদের মরদেহ হস্তান্তর করা হয়েছে। করিমগঞ্জ থানার এসআই অভিজিৎ পোদ্দার বিষয়টি নিশ্চিত করেছেন।
]]>