কিশোরগঞ্জে দুপক্ষের সংঘর্ষে আহত ১০

৪ দিন আগে
কিশোরগঞ্জের ভৈরবে তুচ্ছ ঘটনায় দুপক্ষের সংঘর্ষে ১০ জন আহত হয়েছেন। রোববার (২৯ জুন) সন্ধ্যা সাড়ে ৭টা থেকে সাড়ে ৯টা পর্যন্ত উপজেলার জগন্নাথপুর গাইনহাটি এলাকায় এই ঘটনা ঘটে।

জানা যায়, গত ২৭ জুন দুপুরে গাইনহাটি এলাকার মন্নান মিয়ার বাড়ির তুষার ভ্যানগাড়িতে করে বিভিন্ন ব্যবসায়ীদের দুপুরের খাবারের টিফিন বাটি নিয়ে যাচ্ছিলেন বাজারে। এ সময় ভূঁইয়া বাড়ির আশিক বাটি খুলে দেখতে চান। এতে তুষার বাধা দিলে এই নিয়ে দুজনের মধ্যে হাতিহাতি থেকে মারামারিতে রূপ নেয়।


বিষয়টি এলাকার গণ্যমান্য ব্যক্তিরা সমাধান করে দেন। পরে সন্ধ্যায় এ নিয়ে দুপক্ষের বাকবিতণ্ডা থেকে সংঘর্ষে রূপ নেয়। এই সময় উভয় পক্ষই ইটপাটকেল ও দেশীয় অস্ত্র নিয়ে একদল আরেক দলের ওপর ঝাপিয়ে পড়ে এবং ইটপাটকেল নিক্ষেপ করতে থাকে। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হন।


আরও পড়ুন: ফেনীতে কিশোরদের দুপক্ষের সংঘর্ষে আহত ৫


এই ব্যাপারে ভৈরব থানার অফিসার ইনচার্জ (ওসি) ফুয়াদ রোহানী ঘটনার সত্যতা স্বীকার করেছেন।


তিনি বলেন, খবর পেয়ে সেনাবাহিনীকে নিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। লিখিত অভিযোগ প্রাপ্তি সাপেক্ষে পরবর্তী পদক্ষেপ নেয়া হবে বলে জানান তিনি।

]]>
সম্পূর্ণ পড়ুন