কিশোরগঞ্জে আগুনে পুড়ে ছাই তিন পরিবারের বসতঘর

২ সপ্তাহ আগে
কিশোরগঞ্জ সদর উপজেলার বৌলাই ইউনিয়নের পাট্টা গাবতলী গ্রামে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিনটি পরিবারের বসতঘর সম্পূর্ণ পুড়ে গেছে।

সোমবার (২০ অক্টোবর) রাত সোয়া ৯টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

 

স্থানীয়রা জানান, ওই গ্রামের বিল্লাল মিয়ার বাড়িতে হঠাৎ বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে আশপাশের ঘরে। 

 

এতে শরিফুল, মঞ্জু মিয়া ও হাবিবুর রহমানের বসতঘর, আসবাবপত্র ও মূল্যবান জিনিসপত্র পুড়ে যায়। এ সময় আগুনে আটটি ছাগল দগ্ধ হয়ে মারা যায়।

 

আরও পড়ুন: কিশোরগঞ্জে নদীতে নিখোঁজ সেই জেলের মরদেহ উদ্ধার

 

খবর পেয়ে কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে এক ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।

 

কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. আব্দুল্লাহ খালিদ বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। অগ্নিকাণ্ডে আনুমানিক পাঁচ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।’

]]>
সম্পূর্ণ পড়ুন