সোমবার (৯ জুন) দুপুর ১২টার দিকে সদর উপজেলার ভৈরব-ময়মনসিংহ সড়কের লতিবপুর বেইলি ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত যাত্রী জয়নব আক্তার (৩৫) নেত্রকোনা সদরের বেলাটি গ্রামের মোফাজ্জল হোসেনের স্ত্রী। এই ঘটনায় আহত তিন বছরের শিশু সন্তানের নাম মারুফা আক্তার।
স্থানীয় লোকজন ও পুলিশ সূত্রে জানা যায়, ভৈরব থেকে একটি যাত্রীবাহী সিএনজি নেত্রকোনা যাওয়ার পথে কিশোরগঞ্জ সদরের বেইলি ব্রিজ এলাকায় পৌঁছালে চালক ঘুমিয়ে যায়। এ সময় সিএনজি উল্টে রাস্তার পাশে পড়ে গিয়ে ঘটনাস্থলে জয়নব আক্তার মারা যায় ও তার শিশু সন্তান মারুফা আক্তার আহত হয়। ঘটনার পরপরই চালক পালিয়ে যায়।
আরও পড়ুন: খুলনায় ট্রাক-ইজিবাইক মুখোমুখি সংঘর্ষ, শিশুসহ ২ জনের মৃত্যু
কটিয়াদী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মারগুব তৌহিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আহতরা স্থানীয় কিশোরগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আইনি প্রক্রিয়ায় পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।