কিট সংকটে বন্ধ করোনার পরীক্ষা, চালু হবে রোববার থেকে

২ সপ্তাহ আগে
চাঁপাইনবাবগঞ্জের হাসপাতাল ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কিট সংকটের কারণে বন্ধ আছে করোনার পরীক্ষা। তবে খুব শিগগিরই করোনা পরীক্ষার কার্যক্রম শুরু করবে স্বাস্থ্য বিভাগ। চাঁপাইনবাবগঞ্জের সিভিল সার্জন ডা. এ কে এম শাহাব উদ্দীন এসব তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, জেলায় দীর্ঘদিন করোনা পরীক্ষার প্রয়োজন হয়নি। এজন্য মজুত সব কিটের মেয়াদ উত্তীর্ণ হয়ে যায়। যে কারণে নতুন করে করোনা ভাইরাসের প্রাদুর্ভাব দেখা দিলেও চাঁপাইনবাবগঞ্জে পরীক্ষা করা যাচ্ছে না।


সিভিল সার্জন আরও বলেন, এরই মধ্যে স্বাস্থ্য অধিদপ্তর থেকে কিট সংগ্রহের জন্য চিঠি পাঠানো হয়েছে। আগামী শনিবারের (২১ জুন) মধ্যেই কিট পৌঁছে যাচ্ছে জেলা হাসপাতাল ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। এরপর রোববার (২২ জুন) থেকেই পুরোদমে করোনার পরীক্ষা শুরু হবে।

আরও পড়ুন: আরও ২৮ জনের করোনা শনাক্ত

জনগণকে স্বাস্থ্যবিধি মানতে হবে উল্লেখ করে সিভিল সার্জন বলেন, এখন সবচেয়ে জরুরি হচ্ছে স্বাস্থ্যবিধি মানা। জনসমাগম বা ভীড় এড়িয়ে চলা, মাস্ক পরাসহ স্বাস্থ্য বিধি মানলে করোনা সংক্রমন রোধ করা সম্ভব হবে।

]]>
সম্পূর্ণ পড়ুন