কিউবার পাথুরে পথে হামাগুড়ি দিয়ে সৌভাগ্যের প্রার্থনা

৩ সপ্তাহ আগে

রুক্ষ রাস্তা ধরে এগিয়ে যাচ্ছেন তীর্থযাত্রীরা। কেউ হাত, হাঁটু ও কনুই ঘষে এগোচ্ছেন। তাদের কষ্টার্জিত পথে রক্তের দাগ ছড়িয়ে পড়েছে। কিউবার ধর্মনিরপেক্ষ রাষ্ট্রব্যবস্থায়, সেন্ট লাজারাসের মিছিলটি সবচেয়ে বড় ও রঙিন বার্ষিক ধর্মীয় আয়োজনগুলোর একটি। ডিসেম্বরের ১৭ তারিখে সেন্ট লাজারাসের দিন উদযাপনের আগে হাজারো কিউবান নির্জন রাস্তা ধরে হেঁটে যাচ্ছেন। কেউ আবার ন্যূনতম কাপড় পরে পাথুরে মাটিতে ক্রল করছেন।... বিস্তারিত

সম্পূর্ণ পড়ুন