কিংবদন্তি আম্পায়ার ‘ডিকি’ বার্ড মারা গেছেন

১ সপ্তাহে আগে
ক্রিকেট ইতিহাসের অন্যতম জনপ্রিয় আম্পায়ার হ্যারল্ড 'ডিকি' বার্ড মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯২ বছর।

বার্ড আম্পায়ার হিসেবে ৬৬টি টেস্ট এবং ৬৯টি ওয়ানডে পরিচালনা করেছেন, যার মধ্যে বিশ্বকাপের তিনটি ফাইনালও অন্তর্ভূক্ত আছে। কাউন্টি দল ইয়র্কশায়ার, ১৯৫৬ সালে টপ অর্ডার ব্যাটার হিসেবে যাদের হয়ে তিনি ক্যারিয়ার শুরু করেছিলেন, তার নাম সমর্থক হয়ে উঠেছিল। পরবর্তীতে ইয়র্কশায়ারের প্রেসিডেন্টও হয়েছিলেন তিনি।


ক্রিকেটে অসামান্য অবদানের জন্য তাকে ১৯৮৬ সালে মেম্বার অব দ্য অর্ডার অব দ্য ব্রিটিশ অ্যাম্পায়ার (এমবিই) এবং ২০১২ সালে অফিসার অফ দ্য অর্ডার অব দ্য ব্রিটিশ অ্যাম্পায়ার (ওবিই) খেতাবে ভূষিত করা হয়।


আরও পড়ুন: আইএলটি২০'র নিলামের তালিকায় ‘সবচেয়ে দামি’ অশ্বিন


এক বিবৃতিতে ইয়র্কশায়ার জানিয়েছে, বার্ড শান্তিপূর্ণভাবে নিজ বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন।


ইয়র্কশায়ার আরও বলেছে, 'তিনি রেখে গেছেন খেলোয়াড়সুলভ মানসিকতা, বিনয় আর আনন্দের এক উত্তরাধিকার— আর বহু প্রজন্ম জুড়ে অসংখ্য ভক্ত। ইয়র্কশায়ার কাউন্টি ক্রিকেট ক্লাবের সকলই  ডিকির পরিবার ও বন্ধুদের পাশে আছে। তিনি সত্যিই আমাদের সবার জন্য অমর হয়ে থাকবেন, কারণ তিনি এখানে প্রত্যেককে সমর্থন করতে অসাধারণ পরিমাণ সময় কাটিয়েছেন এবং ইয়র্কশায়ারের ইতিহাসের অন্যতম শ্রেষ্ঠ ব্যক্তিত্ব হিসেবে চিরকাল স্মরণীয় হয়ে থাকবেন।'

]]>
সম্পূর্ণ পড়ুন