কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শনিবার (২৮ জুন) সকাল থেকে তারা এই কর্মসূচি পালন করেন। কাস্টমস কার্যালয় খোলা থাকলেও তারা কোনো কার্যক্রম করছেন না।
হিলি কাস্টমস সিআ্যন্ডএফ এজেন্ট আ্যসোসিয়েশনের সভাপতি ফেরদৌস রহমান বলেন, ‘সকাল থেকে কাস্টমসের পুরোপুরি শাটডাউন শুরু হয়েছে। কাস্টমস কর্মকর্তারা কেউ কেউ কাস্টমসে আসলেও তারা কর্ম থেকে বিরত রয়েছেন।’
আরও পড়ুন: রাজস্ব কর্মকর্তাদের কর্মবিরতি, হিলি স্থলবন্দরে আমদানি বাণিজ্য বন্ধ
এ দিকে তাদের এই কর্মসূচির কারণে সকাল থেকে বন্দর দিয়ে আমদানি-রফতানি বন্ধ থাকলেও দুপুর সাড়ে ১২টা থেকে বন্দর দিয়ে আমদানি রফতানি শুরু হয়। তবে আমদানি শুরু হলেও কাস্টমস কর্মকর্তা কাজ না করায় আমদানি করা পণ্যের বিলঅবএন্ট্রি সাবমিট থেকে শুরু করে পরীক্ষণ শুল্কায়ন কার্যক্রম করতে পারছেন না ব্যবসায়ীরা। এতে করে বন্দর থেকে আমদানি করা পণ্য খালাস করতে না পারায় বিপাকে পড়েছেন তারা। অবিলম্বে তাদের এই কর্মসূচি যেন প্রত্যাহার করে নেন সরকারের প্রতি সেই ব্যবস্থা গ্রহণের দাবি সব ব্যবসায়ীদের।