কাশ্মীরে হামলার চাঞ্চল্যকর ভিডিও প্রকাশ

২ সপ্তাহ আগে
ভারত-নিয়ন্ত্রিত কাশ্মীরের রিসোর্ট শহর পহেলগামের কাছে অবস্থিত বৈসরনে মঙ্গলবার (২২ এপ্রিল) ঘটে যাওয়া নৃশংস হামলার ভয়াবহ মুহূর্তগুলো দূর থেকে ধারণ করা একটি ভিডিওতে উঠে এসেছে। ওই ফুটেজে দেখা যায়, ঘাসের ওপর ছড়িয়ে-ছিটিয়ে আছে মৃতদেহ, তার মধ্যেও ভেসে আসছে গুলির শব্দ।

স্থানীয় সময় মঙ্গলবার বিকেল ৩টার দিকে শুরু হওয়া ওই হামলায় ভারতীয় নৌবাহিনীর একজন কর্মকর্তা এবং গোয়েন্দা ব্যুরোর একজন কর্মীসহ ২৬ জন নিহত হন। 

 

মনোরম প্রাকৃতিক দৃশ্যের কারণে ‘মিনি সুইজারল্যান্ড’ হিসেবে পরিচিত বৈসরন, পহেলগাম থেকে প্রায় ছয় কিলোমিটার উঁচুতে অবস্থিত। বসন্ত এবং গ্রীষ্মের মাসগুলোতে দেশি-বিদেশি পর্যটকদের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে অবস্থিত এই অঞ্চলটি প্রায়শই কর্মব্যস্ত থাকে। 

 

আরও পড়ুন: বন্দুক হামলা /কাশ্মীরে ‘কমপ্লিট শাটডাউন’, মসজিদে ঘোষণার পর বিক্ষোভ শুরু

 

ভাইরাল হওয়া আরেক ভিডিওতে দেখা যায়, পহেলগামের মনোরম একটি জায়গায় ঘাসের ওপর শিশুরা খেলছে, ছিলেন অনেক নারীও। চারপাশে তখন হাসির রোল। কিন্তু এর মধ্যেই গুলির শব্দে কেঁপে ওঠে সবাই এবং বিশৃঙ্খলা ছড়িয়ে পড়ে। একটি সাধারণ বিকেলের অবসরের শুরুটা হঠাৎ করেই গুলির শব্দে ভেঙে পড়ে। 

 

হামলায় বেঁচে যাওয়া ব্যক্তিরা ঘটনার ভয়াবহ ধারাবাহিকতা বর্ণনা করেছেন। একাধিক প্রত্যক্ষদর্শী দাবি করেন, হামলাকারীরা গুলি চালানোর আগে তাদের নাম জিজ্ঞাসা করেছিল।

 

দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট (টিআরএফ) এই হামলার দায় স্বীকার করেছে বলে দাবি ভারতীয় মিডিয়ার।

 

আরও পড়ুন: কাশ্মীরে হামলা /‘নারী-শিশুদের মারেনি, পুরুষদের মাথায় গুলি করেছে’ 

 

হামলার ঘটনার পরপরই ভারতীয় সেনাবাহিনী, কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ বাহিনী (সিআরপিএফ) এবং জম্মু ও কাশ্মীর পুলিশসহ নিরাপত্তা বাহিনী এলাকাটি ঘিরে ফেলে এবং ব্যাপক তল্লাশি চলছে।

 

সূত্র: এনডিটিভি

]]>
সম্পূর্ণ পড়ুন