কাশ্মীরিদের ‘শত্রু’ ভাববেন না: মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লাহ

২ সপ্তাহ আগে
ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লাহ ভারতবাসীকে কাশ্মীরের জনগণকে নিজেদের শত্রু হিসেবে বিবেচনা না করতে আহ্বান জানিয়েছেন।

আব্দুল্লাহর এই মন্তব্য এমন সময়ে এলে যখন ভারতের বিভিন্ন রাজ্যে অবস্থানকারী কাশ্মীরিরা সহিংসতা ও হয়রানির শিকার হচ্ছেন বলে অভিযোগ পাওয়া যাচ্ছে।

 

বৃহস্পতিবার (২৪ এপ্রিল) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ওমর আব্দুল্লাহ বলেন, কাশ্মীরের মানুষরাও এই একই কথা বলতে বেরিয়ে এসেছিল যে তারা এই হামলার সঙ্গে জড়িত নয় এবং হামলাটি তাদের পক্ষে ছিল না।

 

জম্মু-কাশ্মীরে মুখ্যমন্ত্রী বলেন, ‘আমি দেশের জনগণের কাছে অনুরোধ করতে চাই, দয়া করে এটা ভাববেন না যে কাশ্মীরিরা আপনাদের শত্রু, আমরা এর জন্য দোষী নই। গত ৩৫ বছর ধরে আমরাও এর জন্য ভুগছি।’

 

আরও পড়ুন: বন্দর ছেড়ে হঠাৎ আরব সাগরের পথে কেন ভারতীয় রণতরী?

 

পহেলগাম হামলায় ভুক্তভোগীদের প্রতি সহমর্মিতা প্রকাশ করে ওমর আব্দুল্লাহ আরও বলেন, ‘২৫ জন অতিথি এখানে ছুটি কাটাতে এসেছিলেন অথবা কাশ্মীরেরই আমাদের একজন যিনি এখানকার মানুষের জীবন বাঁচাতে নিজেকে উৎসর্গ করেছেন।’

 

গত মঙ্গলবার (২২ এপ্রিল) কাশ্মীরের পহেলগামে পর্যটকদের ওপর বন্দুক হামলায় ২৬ জন নিহত হন। এ ঘটনায় পাকিস্তানের বিরুদ্ধে পাঁচটি পদক্ষেপ নিয়েছে ভারত। বুধবার ভারতের কেন্দ্রীয় মন্ত্রিসভার নিরাপত্তাবিষয়ক কমিটির বৈঠকে এসব সিদ্ধান্ত হয়।

 

আরও পড়ুন: অতীতের মতো ভারতকে কঠোর জবাব দেয়া হবে

 

এদিকে বৃহস্পতিবার পাকিস্তানের জাতীয় নিরাপত্তা কমিটির (এনএসসি) বৈঠকে ভারতের পদক্ষেপের জবাবে পাল্টা বেশ কয়েকটি সিদ্ধান্ত নেয়া হয়েছে। পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের সভাপতিত্বে ওই বৈঠক হয়।

 

সূত্র: বিবিসি
 

]]>
সম্পূর্ণ পড়ুন