কালীগঞ্জ উপজেলা বিএনপির কমিটি বিলুপ্ত, ২ নেতা বহিষ্কার

৩ সপ্তাহ আগে
ঝিনাইদহের কালীগঞ্জে বিএনপির দুপক্ষের সংঘর্ষে দুজন নিহত ও বাড়িঘর ভাঙচুরের ঘটনার পর উপজেলা কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। পাশাপাশি উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ডা. নুরুল ইসলাম এবং সদস্য আশরাফ হোসেন মহুরিকে দলীয় সব পদ থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।

বৃহস্পতিবার (১২ জুন) দুপুর ৩টার দিকে জেলা বিএনপির দফতর সম্পাদক আবু সাঈদ জোয়ার্দ্দার স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 


আরও পড়ুন: ঝিনাইদহে বিএনপির দুপক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত


প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, জামাল ও কোলা ইউনিয়নে অভ্যন্তরীণ সংঘর্ষে দুজন নিহত ও বাড়িঘর ভাঙচুরের প্রেক্ষিতে জেলা বিএনপির সভাপতি ও সম্পাদকের নিকট হইতে আদিষ্ট হয়ে এ সিদ্ধান্ত নেয়া হয় বলেও চিঠিতে উল্লেখ করা হয়। 


এ ছাড়াও পরবর্তীতে উক্ত ঘটনাবলির সাঙ্গে জড়িত যদি কেউ থাকেন, অধিকতর ও তদন্ত সাপেক্ষে তাদের বিরুদ্ধেও সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে বলে প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

]]>
সম্পূর্ণ পড়ুন