বৃহস্পতিবার (১২ জুন) দুপুর ৩টার দিকে জেলা বিএনপির দফতর সম্পাদক আবু সাঈদ জোয়ার্দ্দার স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
আরও পড়ুন: ঝিনাইদহে বিএনপির দুপক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত
প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, জামাল ও কোলা ইউনিয়নে অভ্যন্তরীণ সংঘর্ষে দুজন নিহত ও বাড়িঘর ভাঙচুরের প্রেক্ষিতে জেলা বিএনপির সভাপতি ও সম্পাদকের নিকট হইতে আদিষ্ট হয়ে এ সিদ্ধান্ত নেয়া হয় বলেও চিঠিতে উল্লেখ করা হয়।
এ ছাড়াও পরবর্তীতে উক্ত ঘটনাবলির সাঙ্গে জড়িত যদি কেউ থাকেন, অধিকতর ও তদন্ত সাপেক্ষে তাদের বিরুদ্ধেও সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে বলে প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।