জয়ের জন্য স্টোকসদের লক্ষ্য মাত্র ১৭৫ রানের। তবে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে মিচেল স্টার্ক, মাইকেল নেসারদের চ্যালেঞ্জ সামলে সে লক্ষ্যে পৌঁছাতে পারেন কিনা, সেটাই দেখার পালা।
অ্যাশেজের চতুর্থ টেস্টের প্রথম ইনিংসে ১৫২ রানে অলআউট হয়েছিল অস্ট্রেলিয়া। প্রথম দিন তাদের অলআউট করে স্বস্তিতে ব্যাট করতে পারেনি ইংল্যান্ডও। নিজেদের প্রথম ইনিংসে তারা গুঁড়িয়ে গিয়েছিল মাত্র ১১০ রানে। তাতে ৪২ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংস শুরু করেছিল স্বাগতিকরা। বিনা উইকেটে স্কোরবোর্ডে ৪ রান যোগ করে প্রথম দিন শেষ করেছিল তারা।
আরও পড়ুন: রিশাদের প্রশংসায় পঞ্চমুখ টিম ডেভিড
তবে শনিবার (২৭ ডিসেম্বর) দ্বিতীয় দিন অজিদের ক্রিজে দাঁড়াতেই দেননি কার্স-স্টোকসরা। ৬৭ বল মোকাবিলায় সর্বোচ্চ ৪৬ রান করেছিলেন ট্রাভিস হেড। ৩৯ বল মোকাবিলায় ২৪ রানে অপরাজিত ছিলেন স্টিভেন স্মিথ। যোগ্য সঙ্গীর অভাবে ইনিংস বড় করতে পারেননি তিনি। ২৯ বলে দলের হয়ে তৃতীয় সর্বোচ্চ ১৯ রান করেন ক্যামেরন গ্রিন। ৩৪.৩ ওভারে থামে অজিদের দ্বিতীয় ইনিংস। ৩৪ রান খরচায় কার্স ৪ উইকেট আর ২৪ রান খরচায় ৩ উইকেট নেন স্টোকস।
এছাড়া জশ টাঙ ২ আর গাস আটকিনসন ১টি উইকেট নিয়েছেন। সব মিলিয়ে পুরো ইনিংসে ১০ উইকেটের সবগুলোই নিয়েছে পেসাররা। আগের দিনও দুদলের পেসাররা মিলে ২০ উইকেট তুলে নিয়েছিলেন।
আরও পড়ুন: উদ্বোধনী ম্যাচেই সেঞ্চুরি, সিলেটের দর্শকদের শান্ত করে দিলেন ‘শান্ত’
ইতোমধ্যে ৩-০ ব্যবধানে সিরিজ জিতে নিয়েছে অজিরা। বাকি দুই ম্যাচ জিতে ব্যবধান কমাতে চায় ইংলিশরা। চতুর্থ টেস্টের দ্বিতীয় দিনেই জয় তুলে নেয়ার সুযোগ এসেছে সফরকারীদের সামনে। সুযোগ কতটা কাজে লাগাতে পারেন, সেটাই এখন দেখার অপেক্ষা।

২ সপ্তাহ আগে
৫








Bengali (BD) ·
English (US) ·