শনিবার (১২ জুলাই) রাতে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে তিনটি ককটেল বিস্ফোরণের পর কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, রাজনৈতিক পরিবেশ যাতে বিনষ্ট না হয়, সে বিষয়ে সরকারকে সচেষ্ট থাকতে হবে।
এ হামলার পেছনে যারা জড়িত তাদের দ্রুত খুঁজে বের করার দাবিও জানান তিনি।
আরও পড়ুন: নয়াপল্টনে বিএনপি কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ
দেশ জুড়ে বিভিন্ন ঘটনায় দায় চাপানো হচ্ছে বিএনপির উপর-এ কথা উল্লেখ করে তিনি আরও বলেন, পরিকল্পিতভাবে এ হামলা করা হয়েছে, এটা শেখ হাসিনার কালচার। কার্যালয়ে এসে বোমা কারা মেরেছে, সরকার কী এটা জানে না?
এটা কারা করেছে আন্দাজ করতে পারছি, আমার প্রকাশ্যে যেহেতু দেখিনি তাই নাম বলছি না এখনও, এটা কারা করেছে বের করার দায়িত্ব সরকারের। যারা এটা করেছে পরিণতি কিন্তু ভালো হবে না, পানি ঘোলা করে লাভ নেই বলেও মন্তব্য করেন তিনি।
এর আগে শনিবার (১২ জুলাই) রাত ৯টা ৫৮ মিনিটের দিকে দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনের রাস্তায় ৩ ককটেল বিস্ফোরণ ঘটানো হয়।