কার্গো ভিলেজে আমদানি পণ্য সুরক্ষায় বিজিএমইএ-বিকেএমইএর যৌথ উদ্যোগ

১ সপ্তাহে আগে
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের আমদানি কার্গো ভিলেজে ভয়াবহ অগ্নিকাণ্ডের পর পোশাক শিল্পের আমদানি কার্যক্রম ব্যাহত হওয়ায় পরিস্থিতি মোকাবিলায় যৌথ পদক্ষেপ নিয়েছে বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিজিএমইএ) ও বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিকেএমইএ)।

সোমবার (২৭ অক্টোবর) বিজিএমইএর পক্ষে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান মেজর মো. সাইফুল ইসলাম।

 

গত ১৮ অক্টোবর সংঘটিত ওই অগ্নিকাণ্ডে আমদানি শেডটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত ও ব্যবহার অনুপযোগী হয়ে পড়ায় পোশাক শিল্পের আমদানি কার্যক্রম সাময়িকভাবে ব্যাহত হয়েছে। দেশের রফতানি কার্যক্রম নির্বিঘ্ন ও সচল রাখতে এই জরুরি পরিস্থিতিতে দুই সংগঠন দ্রুত পদক্ষেপ গ্রহণ করেছে।  


যৌথ উদ্যোগের অংশ হিসেবে আমদানি করা মূল্যবান কাঁচামাল ও অন্যান্য পণ্যের দ্রুত সুরক্ষার জন্য নবনির্মিত টার্মিনাল-৩-এ, যা এখনও পণ্য সংরক্ষণের জন্য প্রস্তুত নয়, সেখানে অস্থায়ী সমাধান হিসেবে একটি ‘রাব হল’ (Rubb Hall) বা অস্থায়ী গুদাম স্থাপন করা হবে। এরইমধ্যে বিজিএমইএ এই ‘রাব হল’ স্থাপনের জন্য একটি সরবরাহকারী প্রতিষ্ঠানকে কার্যাদেশ প্রদান করেছে এবং স্বল্পতম সময়ের মধ্যে এর বাস্তবায়ন সম্পন্ন হবে বলে জানানো হয়েছে।  


আরও পড়ুন: বিমানবন্দরে অগ্নিকাণ্ড: তদন্তের জন্য ৪ দেশের বিশেষজ্ঞদের আমন্ত্রণ


উল্লেখ্য, গত ২০ অক্টোবর বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান ও বিকেএমইএ সভাপতি মোহাম্মদ হাতেমের নেতৃত্বে দুই সংগঠনের জ্যেষ্ঠ নেতৃবৃন্দ বাণিজ্য ও বেসরকারি বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশিরউদ্দীনের সঙ্গে বৈঠক করেন। ওই বৈঠকেই কার্গো ভিলেজের ক্ষতি কাটিয়ে উঠতে এবং শিল্পের স্বার্থে আমদানি পণ্য সুরক্ষার বিষয়ে এই যৌথ উদ্যোগ নেয়ার সিদ্ধান্ত হয়।  

 

বিজিএমইএ জানায়, সরকারের সর্বাত্মক সহযোগিতায় যেকোনো পরিস্থিতিতে শিল্পের আমদানি-রপ্তানি কার্যক্রম নিরবচ্ছিন্ন রাখতে তারা অঙ্গীকারবদ্ধ। সংগঠনটি বিশ্বাস করে, এই যৌথ উদ্যোগ আমদানি পণ্যের সুরক্ষায় কার্যকর ভূমিকা রাখবে এবং দেশের সামগ্রিক রফতানি বাণিজ্য সচল রাখতে গুরুত্বপূর্ণ সহায়তা দেবে।

]]>
সম্পূর্ণ পড়ুন