কারিগরি ছাত্রদের আন্দোলন চলমান রাখার ঘোষণা

২ সপ্তাহ আগে
ছয় দফা দাবি উত্থাপন করে প্রত্যাহারকৃত আন্দোলন চলমান রাখার ঘোষণা দিয়েছে কারিগরি কলেজের ছাত্ররা।

বৃহস্পতিবার (২৪ এপ্রিল) বিকেলে আইডিইবি ভবনের মুক্তিযুদ্ধ স্মৃতি মিলনায়তনে কারিগরি ছাত্র আন্দোলন আয়োজিত সংবাদ সম্মেলনে বিভিন্ন জেলার প্রতিনিধিরা উপস্থিত থেকে এ ঘোষণা দেন।

 

দাবি আদায় না হলে পূর্বের চেয়ে কঠোর কর্মসূচি প্রদান, আন্দোলন চলমান রাখা, কারিগরি ভবনে সকল কার্যক্রম বন্ধ রাখা, প্রশাসনিক ভবন তালাবন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন তারা।

 

মঙ্গলবার (২২ এপ্রিল) রাত ৮টার দিকে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটে জরুরি সংবাদ সম্মেলনে ছয় দফা দাবি আদায়ে চলমান আন্দোলন কর্মসূচি সাময়িকভাবে স্থগিতের ঘোষণা দিয়েছিলেন কারিগরি ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা।

 

ক্র্যাফটম্যানদের বিষয়ে আদালতে যে রায়টি স্থগিত করা হয়েছে সেটি পরিপূর্ণভাবে বাতিল চান শিক্ষার্থীরা। 

 

আরও পড়ুন: ছয় দাবিতে পলিটেকনিক শিক্ষার্থীদের বিক্ষোভ

 

 

]]>
সম্পূর্ণ পড়ুন