কামিন্সের কীর্তির পর প্রোটিয়া পেসারদের তোপের মুখে অস্ট্রেলিয়া

৩ সপ্তাহ আগে
অস্ট্রেলিয়াকে প্রথম ইনিংসে মাত্র ২১২ রানে অল আউট করার পরও নিজেদের প্রথম ইনিংসে সুবিধা করতে পারেনি দক্ষিণ আফ্রিকা। প্যাট কামিন্সের দুর্দান্ত বোলিংয়ে মাত্র ১৩৮ রানেই গুটিয়ে গেছে তাদের ইনিংস। তবে হাল ছেড়ে দেয়নি প্রোটিয়া পেসাররা। তাদের দুর্দান্ত বোলিংয়ে দ্বিতীয় ইনিংসেও চাপে রয়েছে অজিরা।

দক্ষিণ আফ্রিকার একমাত্র ভরসার ব্যাটসম্যান ছিলেন ডেভিড বেডিংহ্যাম। তবে তাকে বেশিক্ষণ ক্রিজে টিকতে দেননি প্যাট কামিন্স। নিজের পঞ্চম শিকারে পরিণত করে অনন্য এক কীর্তি গড়লেন অস্ট্রেলিয়ার অধিনায়ক। ১৭ বছর আগে লর্ডসে অধিনায়ক হিসেবে শেষবার ৫ উইকেট পেয়েছিলেন নিউজিল্যান্ডের সাবেক ক্রিকেটার ড্যানিয়েল ভেট্টোরি। কামিন্স সেই কীর্তিতেই নাম লেখালেন।  


এরপর কামিন্সের জাদুতে দক্ষিণ আফ্রিকা মাত্র ১৩৮ রানেই গুটিয়ে যায়। প্রথম ইনিংসে অস্ট্রেলিয়া ৭৪ রানের লিড পায়। অস্ট্রেলিয়ার হয়ে ২৮ রানে ৬ উইকেট নিয়েছেন কামিন্স।


নিজেদের দ্বিতীয় ইনিংসে নেমেও সুবিধা করতে পারেনি অজিরা। শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে তারাও। এনগিডি-রাবাদার বোলিং তোপে দ্বিতীয় দিন শেষে অস্ট্রেলিয়ার সংগ্রহ দাঁড়িয়েছে ৮ উইকেটে ১৪৪ রান।


আরও পড়ুন: কামিন্স তোপে বিধ্বস্ত দ.আফ্রিকা, ২১২ রান করেও লিড অজিদের 


৭৩ রানে ৭ উইকেট হারিয়ে এক রকম ধুঁকছিল অস্ট্রেলিয়া। এরপর অষ্টম উইকেটে মিচেল স্টার্কের সঙ্গে ৬১ রানের জুটি গড়ে দলকে টেনে তোলার চেষ্টা করেছেন অ্যালেক্স ক্যারি। দিনের একদম শেষ ভাগে তিনিও আউট হয়ে যাওয়ায় দক্ষিণ আফ্রিকার কিছুটা স্বস্তি নিয়ে মাঠ ছাড়তে পেরেছে।


লর্ডসে প্রথম দিনের মতো দ্বিতীয় দিনেও পড়েছে ১৪ উইকেট। অস্ট্রেলিয়া ২১৮ রানের লিড পেয়েছে। এখন ক্রিজে আছেন নাথান লায়ন (১*) এবং মিচেল স্টার্ক (১৬*)। দক্ষিণ আফ্রিকার হয়ে তিনটি করে উইকেট নিয়েছেন এনগিডি ও রাবাদা।  


ইতিহাস বলছে, লর্ডসে লক্ষ্য তাড়া করতে নেমে একবারই টেস্ট জিতেছে দক্ষিণ আফ্রিকা। সেটাও ১৯৯৮ সালে। লর্ডসে চতুর্থ ইনিংসে কখনও ১১৯ রানের বেশি করতে পারেনি প্রোটিয়ারা। 

]]>
সম্পূর্ণ পড়ুন