কামিন্স তোপে বিধ্বস্ত দ.আফ্রিকা, ২১২ রান করেও লিড অজিদের

৩ সপ্তাহ আগে
কাগিসো রাবাদা-মার্কো ইয়ানসেনদের তোপে প্রথম ইনিংসে ব্যাট হাতে সুবিধা করতে পারেনি অস্ট্রেলিয়া। তাতে দক্ষিণ আফ্রিকার সামনে সুবর্ণ সুযোগ তৈরি হয়েছিল লিড নেওয়ার। কিন্তু এক প্যাট কামিন্স-ই ধস নামিয়ে দিলেন প্রোটিয়াদের ব্যাটিং লাইন-আপে। দেড়শও পূরণ করতে পারেনি টেম্বা বাভুমার দল। তাতে মাত্র ২১২ রান করেও লিড নিয়ে দ্বিতীয় ইনিংস শুরু করবে অজিরা।

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ঐতিহাসিক লর্ডসে মুখোমুখি হয়েছে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা। ৪ উইকেটের বিনিময়ে ৪৩ রানে বৃহস্পতিবার (১২ জুন) দ্বিতীয় দিন শুরু করা প্রোটিয়ারা থেমেছে মাত্র ১৩৮ রানে। ১৮.১ ওভার বল করে মাত্র ২৮ রান খরচ করে ৬ মেডেন দিয়ে একাই ৬ উইকেট তুলে নিয়েছেন কামিন্স। এছাড়া ২ উইকেট নিয়েছেন মিচেল স্টার্ক।

 

প্রথম ইনিংসে ২১২ রান করা অজিরা ৭৪ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংস শুরু করবে। দিনের বাকি এখনো প্রায় দুই সেশন।

 

আরও পড়ুন: ভারত থেকে সরে যেতে পারে এশিয়া কাপ

 

আগের দিন টস হেরে ব্যাট করতে নেমে রাবাদা-ইয়ানসেনদের তোপে পড়েছিল অজিরা। স্টিভেন স্মিথ আর ব্যু ওয়েবস্টার ছাড়া ক্রিজে কেউ-ই সুবিধা করতে পারেননি। ওয়েবস্টারের ৭২ আর স্মিথের ৬৬ রানের কল্যাণে কোনোরকম দুইশ পার করে অস্ট্রেলিয়া। ৫১ রানের বিনিময়ে রাবাদা ৫ আর ৪৯ রানের বিনিময়ে ইয়ানসেন ৩ উইকেট তুলে নেন। প্রথম ইনিংসে ৫৬.৪ ওভারে ২১২ রানে অলআউট হয় অজিরা। 

 

এরপর ব্যাট করতে নেমে চাপে পড়েছিল প্রোটিয়ারাও। দলের খাতায় কোনো রান যোগ হওয়ার আগেই স্টার্কের বলে বোল্ড হয়ে সাজঘরে ফিরেছিলেন এইডেন মার্করাম। এরপর ৩০ রান যোগ হতে আরও ৩ উইকেট হারায় তারা। রায়ান রিকেলটন ১৬, উইন মুল্ডার ৬ আর ত্রিস্তান স্টাবস ২ রান করে আউট হন। ক্রিজ আকড়ে ধরে দিন পার করেছিলেন বাভুমা ও ডেভিড বেডিংহ্যাম। দ্বিতীয় দিন মাঠে নেমে দলকে ৫১ রান এনে দেন দুজন। তাদের ৬৪ রানের জুটি ভাঙেন কামিন্স। ৮৪ বলে ৩৬ রান করে বিদায় নেন প্রোটিয়া অধিনায়ক।

 

আরও পড়ুন: ইংল্যান্ড সফর স্মরণীয় করতে গম্ভীর শিষ্যদের যে পরামর্শ দিলেন

 

এরপর কাইল ভেরেন্নে (১৩) ও ইয়ানসেনকেও (০) ক্রিজে স্থায়ী হতে দেননি কামিন্স। একপ্রান্ত আগলে রাখা বেডিংহ্যাম দলীয় ১৩৫ রানে বিদায় নেন। ১১১ বলে ৪৫ রান করা এ ব্যাটারকেও সাজঘরে ফেরান কামিন্স। বেডিংহ্যামের বিদায়ের পর দলের খাতায় আর মাত্র ৩ রান যোগ করে বিদায় নেন বাকি দুই ব্যাটার। 

]]>
সম্পূর্ণ পড়ুন