কামরাঙ্গীরচরে ছুরিকাঘাতে রিকশাচালক নিহত

৩ সপ্তাহ আগে
রাজধানীর কামরাঙ্গীরচর খোলামোড়া এলাকায় ছুরিকাঘাতে আকরাম হোসেন (২৭) নামে আহত এক ব্যাটারিচালিত রিকশাচালক চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

 

এর আগে বুধবার (১০ সেপ্টেম্বর) দিবাগত রাত ৩টার দিকে কামরাঙ্গীরচর খোলামোড়া বাঁশপট্টি এলাকায় এই ঘটনা ঘটে। আহত অবস্থায় পথচারীরা তাকে ঢাকা মেডিকেলে ভর্তি করেন।

 

পথচারী শামীম মিয়া জানান, বুধবার রাতে খোলামোড়া বাঁশপট্টি এলাকায় আহত রক্তাক্ত অবস্থায় পড়ে ছিলেন ওই রিকশাচালক। পাশেই তার রিকশাটি ছিল। তখন দ্রুত তাকে ঢাকা হাসপাতালে নেয়া হয়।

 

আরও পড়ুন: রাজধানীতে দেয়াল ধসে প্রাণ গেল শিক্ষকের

 

নিহত আকরামের ভাবী রানী বেগম জানান, তাদের বাড়ি জামালপুরের বকশীগঞ্জ থানার কলকিপাড়া গ্রামে। বর্তমানে কামরাঙ্গীরচরের জাউলাহাটি এলাকায় স্ত্রী শাহনাজ বেগম ও এক ছেলেকে নিয়ে থাকতেন আকরাম। বৃহস্পতিবার সকালে স্বজনরা খবর পান, আকরাম ছুরিকাঘাতে আহত হয়ে ঢাকা মেডিকেলে আছেন।

 

ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

 

আরও পড়ুন: দুই ট্রলারের সংঘর্ষে মুক্তিযোদ্ধা নিহত

 

কামরাঙ্গীরচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিরুল ইসলাম বলেন, বুধবার রাতে খোলামোড়া এলাকায় ছুরিকাঘাতের ঘটনা ঘটে। ঘটনার পরপরই আমাদের টহল টিম ঘটনাস্থলে যায়। দুজন ছেলেকে দৌড়ে চলে যেতে দেখা যায়। ঘটনাটি ছিনতাইয়ের নাকি অন্য কোনো ঘটনা তা তদন্ত করে দেখা হচ্ছে।

]]>
সম্পূর্ণ পড়ুন