শনিবার (৫ জুলাই) দুপুরে কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর রশিদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে শুক্রবার (৪ জুলাই) বিকেলে জেলা শহরের কালিনাথ রায়ের বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর রশিদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার বিকেল ৫ টায় কোস্টগার্ডের ভোলা বেইস শহরের কালিনাথ রায়ের বাজারে একটি বিশেষ অভিযান পরিচালনা করে।
অভিযান চলাকালে ওই এলাকায় ঢাকা থেকে ভোলাগামী এস.এ কুরিয়ার সার্ভিসের একটি কাভার্ডভ্যান তল্লাশি করে ৭ কোটি ৮ লাখ ২ হাজার ৩৬০ টাকা মূল্যের অবৈধ কারেন্ট জাল, পলিথিন, আতশবাজি ও শুল্ক ফাঁকি দেয়া বিদেশি সিগারেট জব্দ করা হয়।
আরও পড়ুন: উপকূল-নৌপথে সহায়তার জন্য কোস্টগার্ডের সেবা নম্বর ১৬১১১ চালু
পরবর্তীতে জব্দ করা জাল সদর উপজেলা মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে বিনষ্ট করা হয়। এছাড়া নিষিদ্ধ পলিথিন ভোলা পরিবেশ অধিদফতর, সিগারেট বরিশাল কাস্টমস ও আতশবাজি ভোলা সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
তিনি বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে বাংলাদেশ কোস্টগার্ড ২৪ ঘণ্টা টহল জারি রেখেছে। যার মাধ্যমে কোস্টগার্ডের আওতাধীন উপকূলীয় এবং নদী তীরবর্তী অঞ্চলের আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেকাংশে উন্নত হয়েছে।
আরও পড়ুন: ঝড়ের মধ্যে গর্ভবতী নারীকে উদ্ধার করে হাসপাতালে পৌঁছে দিল কোস্টগার্ড
বাংলাদেশ কোস্টগার্ড শুল্ক ফাঁকি দিয়ে আসা চোরাচালান বিরোধী অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
]]>