কাপ্তাইয়ের কর্ণফুলী নদীতে শিশুর মরদেহ উদ্ধার

৩ সপ্তাহ আগে
কর্ণফুলী নদীর চন্দ্রঘোনা রাইখালী ফেরিঘাট এলাকায় এক শিশুর (১১) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (১০ জুন) দুপুরে ভাসমান অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়।


এ বিষয়ে চন্দ্রঘোনা থানার অফিসার ইনচার্জ শাজাহান কামাল জানান, কর্ণফুলী নদীর জোয়ারের পানিতে ভেসে যেতে দেখে স্থানীয় জনগণ পুলিশকে খবর দেয়। পরে চন্দ্রঘোনা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুপুর সাড়ে ১২ টার দিকে মরদেহটি উদ্ধার করে।

আরও পড়ুন: নিজ ঘর থেকে খুবি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

তিনি বলেন, ‘পানিতে ডোবার ঘটনাটি ঘটেছে দক্ষিণ রাঙ্গুনিয়ায়, মৃতদেহটির সন্ধান মিলে ফেরিঘাট এলাকায়। এ ব্যাপারে মৃত শিশুটির আত্মীয়স্বজনের খোঁজখবর নেয়ার পাশাপাশি আইনগত ব্যবস্থা গ্রহণের বিষয়টি প্রক্রিয়াধীন। 

]]>
সম্পূর্ণ পড়ুন