কাপ্তাইয়ের কর্ণফুলী নদীতে মাছ ধরতে গিয়ে জেলে নিখোঁজ

৩ সপ্তাহ আগে
রাঙামাটির কাপ্তাইয়ের কর্ণফুলী নদীতে মাছ ধরতে গিয়ে নকুল মল্লিক (৫০) নামে এক জেলে নিখোঁজ হয়েছেন।

সোমবার (৯ জুন) বিকেল ৫ টার দিকে কর্ণফুলী নদীতে মাছ শিকার করতে যাওয়ার পর থেকে তিনি নিখোঁজ রয়েছেন। মঙ্গলবার (১০ জুন) দিবাগত রাত ২ টায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত নকুলের খোঁজ পাওয়া যায়নি।

 

স্থানীয়দের বরাতে জানা যায়, সোমবার বিকাল ৫ টার দিকে নকুল মল্লিক কর্ণফুলী নদীতে মাছ শিকার করতে যায়। তবে বাড়িতে আর ফিরে না আশায় আত্মীয়-স্বজন ও পাড়া-প্রতিবেশীরা খোঁজাখুঁজি শুরু করে। এক পর্যায়ে নকুল মল্লিকে পাওয়া না গেলেও ফুইট্টাছড়ি এলাকা নামক স্থানের নদীতে তার ব্যবহৃত নৌকাটি পাওয়া যায়।

 

আরও পড়ুন: পেশাই কাল হলো, সাপের কামড়ে প্রাণ গেল সাপুড়ে লালচানের

 

এ ব্যাপারে চন্দ্রঘোনা ইউপি সদস্য নীলকান্ত মল্লিক জানান, সোমবার বিকালে নকুল নামের ওই ব্যক্তি প্রতিদিনের মত কর্ণফুলী নদীতে মাছ ধরতে গিয়েছে বলে শুনেছি। নদীতে জেলেরা খুঁজতে গেলে জানতে পারে অন্যজনের নৌকা নিয়ে নদী পার হয় নকুল মল্লিক। পরে নৌকাটি খুঁজে পাওয়া গেলেও তার কোন সন্ধান পাওয়া যায়নি।
 

]]>
সম্পূর্ণ পড়ুন