শুক্রবার (১৭ অক্টোবর) সকালে জ্ঞানোদয় বৌদ্ধ বিহারের ভদন্ত তারপর কি পুন উত্তমালংকার থের অধ্যক্ষ স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে আনুষ্ঠানিকতা শুরু হয়। এই সময় বৌদ্ধ ধর্মালম্বী নর-নারীরা যোগ দিয়ে জগতের সকল প্রাণি হিতসুখ মঙ্গল কামনায় সমবেত প্রার্থনা করেন। এছাড়াও বৌদ্ধ ভিক্ষুদের উদ্দেশ্যে চীবর দান, বুদ্ধ মূর্তি দান, সংঘ দান, অষ্ট পরিখকার দান, কল্প তরু বৃক্ষ দান, বৌদ্ধ ভিক্ষুদের পিন্ড দানসহ নানা বিধ দান ও স্বধর্ম দেশনা শ্রবণ করেন।
এ অনুষ্ঠানে কঠিন চীবর দানের পাশাপাশি মূল আর্কষণ ছিল ধাম্মানন্দ সভাপতি ভদন্ত উ. ক্ষেমিন্দা মহাথেরো।
আরও পড়ুন: কাপ্তাই হ্রদে নৌকাডুবিতে শিশুর মৃত্যু, নিখোঁজ ২
এ সময় উপস্থিত বৌদ্ধ ভিক্ষু ও বৌদ্ধ ধর্মালম্বী নর-নারীরা ধাম্মানন্দ স্থবির ভান্তেকে মহাস্থবির হিসেবে শ্রদ্ধা জ্ঞাপন করেন। মহাস্থবির মূলত যারা ভিক্ষু অবস্থায় ২০ টি বর্ষাবাস বা ২০ বছর অতিবাহিত করেছেন তাদের মহাস্থবির হিসেবে বরণ করা হয়। পরে বৌদ্ধ ভিক্ষুরা তাদের ধর্মীয় আচারদি পালনের জন্য উপস্থিত পুণ্যার্থীদের উদ্দেশ্যে ধর্মীয় দেশনা প্রদান করেন।
]]>

 ১ সপ্তাহে আগে
                        ৪
                        ১ সপ্তাহে আগে
                        ৪
                    







 Bengali (BD)  ·
                        Bengali (BD)  ·        English (US)  ·
                        English (US)  ·