কান চলচ্চিত্র উৎসবের অফিসিয়াল সিলেকশনে আবারও জায়গা করে নিয়েছে ভারত। এবার আর্ট-হাউস ফিল্মকেন্দ্রিক বিভাগ আঁ সাঁর্তে রিগায় নির্বাচিত হয়েছে নীরাজ গাইওয়ান পরিচালিত ‘হোমবাউন্ড’। এতে প্রধান তিনটি চরিত্রে অভিনয় করেছেন বলিউড তারকা জাহ্নবী কাপুর, ঈশান খাট্টার ও বিশাল জেতোয়া। এবারই প্রথম কানে তাদের কোনও ছবির ওয়ার্ল্ড প্রিমিয়ার হতে যাচ্ছে।
গত বছর কানের মূল প্রতিযোগিতায় পায়েল কাপাডিয়ার ‘অল উই ইমাজিন অ্যাজ... বিস্তারিত