কানাডায় কপিল শর্মার ক্যাফেতে খালিস্তানপন্থিদের হামলা

৪ সপ্তাহ আগে
চালু হওয়ার মাত্র কয়েকদিন পরই কানাডায় হামলার মুখে পড়ল ভারতের কৌতুক অভিনেতা কপিল শর্মার ক্যাফে। বুধবার (৯ জুলাই) রাতে ক্যাপস ক্যাফে নামে পরিচিত ওই ক্যাফে লক্ষ্য করে কমপক্ষে ৯টি গুলি চালানো হয়েছে।

বৃহস্পতিবার সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, কানাডার ব্রিটিশ কলাম্বিয়ার সারেতে অবস্থিত এই ক্যাফেটি কয়েকদিন আগে চালু হয়েছিল। ক্যাপস ক্যাফেই দুষ্কৃতীদের লক্ষ্য ছিল কিনা, বিষয়টা স্পষ্ট নয়। হরজিৎ সিং লাড্ডি এই হামলায় দায় স্বীকার করেছেন।

 

প্রতিবেদনে বলা হয়, হামলাকারীরা একটি গাড়িতে করে এসেছিল। সেই গাড়িতে বসেই কপিল শর্মার মালিকানাধীন রেস্তোরাঁটি লক্ষ্য করে পরপর বেশ কয়েক রাউন্ড গুলি চালায় তারা। তার পরে ওই গাড়িটি নিয়ে পালিয়ে যায়।

 

আরও পড়ুন: দুই জাহাজ ডুবিয়ে দিয়ে এবার ইসরাইলি বিমানবন্দরে হুতির হামলা!

 

ঘটনার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। এতে দেখা যাচ্ছে, কপিল শর্মার ক্যাফের সামনেই দাঁড়িয়েছিল গাড়িটি। গাড়িটির জানালা দিয়ে বেরিয়ে রয়েছে একটি পিস্তল ধরা হাত। সেটি থেকে পরপর গুলি চালানো হয়।

 

ক্যাপস ক্যাফে কপিল শর্মার রেস্তোরাঁ ব্যবসায় প্রথম পদক্ষেপ। তার স্ত্রী গিন্নি চত্রথ এই উদ্যোগে সক্রিয়ভাবে যুক্ত।

 

আরও পড়ুন: আবারও শো নিয়ে আসছেন কপিল শর্মা, নতুন চমক ‘পুরনো সিধু’

 

স্থানীয় পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং হরজিৎ সিং লাড্ডি দাবিকে কেন্দ্র করে আন্তর্জাতিক নিরাপত্তা সহযোগিতার বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে।

]]>
সম্পূর্ণ পড়ুন