কাতারের মার্কিন ঘাঁটিতে কমল সতর্কতার মাত্রা

২ দিন আগে
বুধবার (১৪ জানুয়ারি) উচ্চ সতর্কতা জারির পর কাতারে অবস্থিত আল-উদেইদ মার্কিন বিমান ঘাঁটিতে নিরাপত্তা সতর্কতার মাত্রা কমিয়ে আনা হয়েছে।

বিষয়টি সম্পর্কে অবগত তিনটি সূত্র বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বার্তা সংস্থা রয়টার্সকে এ তথ্য জানিয়েছে।

 

এর মধ্যে একটি সূত্র বলেছে, বুধবার ওই ঘাঁটি থেকে যেসব মার্কিন বিমান অন্যত্র সরিয়ে নেয়া হয়েছিল, সেগুলো ধীরে ধীরে আবার ঘাঁটিতে ফিরতে শুরু করেছে। খবর ইরান ইন্টারন্যাশনালের।

 

এদিকে পরিচয় প্রকাশ না করার শর্তে কূটনৈতিক সূত্র হিসেবে পরিচিত আরও দুটি সূত্র জানায়, যেসব কর্মীকে আগে ঘাঁটি ছাড়ার পরামর্শ দেয়া হয়েছিল, তাদের একটি অংশকে ফিরে আসার অনুমতিও দেয়া হয়েছে। 

 

আরও পড়ুন: ইরানের পক্ষ নিয়ে কঠোর অবস্থানে সৌদি আরব

 

এর আগে, বর্তমান ‘আঞ্চলিক উত্তেজনা’-র পরিপ্রেক্ষিতে আল-উদেইদ বিমানঘাঁটি থেকে কিছু সদস্যকে প্রত্যাহার করা হয়েছে বলে জানিয়েছিল কাতার কর্তৃপক্ষ।

 

এক বিবৃতিতে দেশটির ইন্টারন্যাশনাল মিডিয়া অফিস জানায়, ‘কাতার তার নাগরিক ও বাসিন্দাদের নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করাকে সর্বোচ্চ অগ্রাধিকার হিসেবে বিবেচনা করে প্রয়োজনীয় সব পদক্ষেপ অব্যাহতভাবে বাস্তবায়ন করে যাচ্ছে।’

 

গুরুত্বপূর্ণ অবকাঠামো ও সামরিক স্থাপনাগুলোর সুরক্ষার জন্য পদক্ষেপ নেয়া হচ্ছে বলেও উল্লেখ করা হয় বিবৃতিতে। তবে এ বিষয়ে আর বিস্তারিত কিছু জানা যায়নি। 

 

সূত্র: ইরান ইন্টারন্যাশনাল, আল জাজিরা

]]>
সম্পূর্ণ পড়ুন