মঙ্গলবার (২২ এপ্রিল) স্থানীয় সময় সন্ধ্যায় কাতারে অনুষ্ঠিত আর্থনা সম্মেলনের ফাঁকে দেশটির ব্যবসায়ীদের দেয়া সংবর্ধনায় অংশ নিয়ে এ আহ্বান জানান তিনি।
বাংলাদেশের ভৌগলিক গুরুত্বের কথা তুলে ধরে প্রধান উপদেষ্টা বলেন, বাংলাদেশ অর্থনীতির দিক থেকে প্রচুর সম্ভাবনাময় একটি আশ্চর্যজনক দেশ।
তিনি উল্লেখ করেন, নেপাল, ভুটান এবং বাংলাদেশের ঘনিষ্ঠ প্রতিবেশী ভারতের সাত রাজের্য সমুদ্রে প্রবেশর সুযোগ নেই। সুতরাং পুরো এই অঞ্চলকে অর্থনৈতিকভাবে একত্রিত করা গেলে দারুক এক সম্ভাবনা তৈরি হবে।
১৬ বছর ধরে চেপে বসা দুঃশাসনে মেগা প্রকল্পের নামে অর্থ লুট হয়েছে জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, অর্থনীতি, বিচারব্যবস্থা, পুলিশ, প্রশাসন সব কিছুতে-সেগুলো এখন সংস্কারের কাজ চলছে।
আরও পড়ুন: এলএনজি সরবরাহে চুক্তি নবায়ন করবে কাতার
অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর বাংলাদেশে ব্যবসার পরিবেশ ফিরেছে মন্তব্য করেন ড. ইউনূস। বাংলাদেশ এখন বিনিয়োগের উপযুক্ত স্থান উল্লেখ করে কাতারের ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানান প্রধান উপদেষ্টা।
বিদেশি উদ্যোক্তাদের বাংলাদেশে তাদের কারখানা স্থানান্তরের আহ্বান জানিয়ে প্রধান উপদেষ্টা অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে সর্বাত্মক সহায়তার আশ্বাস দেন।
তিনি বলেন, সম্প্রতি আমরা বিনিয়োগ সম্মেলন আয়োজন করেছি, তাতে ব্যাপক সাড়া পাওয়া গেছে। তাই আমরা আপনাদের স্বাগত জানাই, আপনারা আসুন, দেখে যান লাখ লাখ তরুণের উদ্যম, সৃজনশীলতা।
আরও পড়ুন: বাংলাদেশ থেকে সেনাসদস্য নেবে কাতার
বাংলাদেশ পুনর্গঠনে বেশ কিছু উদ্যোগ নেয়া হয়েছে জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, সংস্কারের লক্ষ্য নিয়ে কতগুলো কমিশন গঠন করা হয়েছে, তাদের কাজও শেষ পর্যায়ে এসব কাজ সমাপ্ত হলেই নির্বাচনের দিকে এগোবেন তারা।
এর আগে প্রধান উপদেষ্টা কাতারের জ্বালানি বিষয়ক প্রতিমন্ত্রী সাদ বিন শেরিদা আল কাবি'র সঙ্গে বৈঠক করেন। এসময় বাংলাদেশের স্থলভিত্তিক এলএনজি টার্মিনালের জন্য কারিগরি দিক নিয়ে আলোচনা হয়।
]]>