কাতারের পথে মিশরের প্রেসিডেন্ট সিসি

৬ দিন আগে
দ্বিপাক্ষিক সহযোগিতা এবং আঞ্চলিক উন্নয়ন, বিশেষ করে গাজায় যুদ্ধবিরতিতে পৌঁছানোর জন্য মধ্যস্থতা প্রচেষ্টা নিয়ে আলোচনার জন্য উপসাগরীয় অঞ্চল সফরের শুরুতে রোববার (১৩ এপ্রিল) কাতারের উদ্দেশ্যে রওনা হয়েছেন মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি।

সংবাদ সংস্থা আনাদোলু’র বরাত দিয়ে এ খবর জানিয়েছে মিডল ইস্ট মনিটর। 

 

মিশরের প্রেসিডেন্টের একজন মুখপাত্র জানিয়েছেন, কাতার সফরকালে বিভিন্ন ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদার করার উপায় নিয়ে আমির শেখ তামিম বিন হামাদ আল থানির সঙ্গে সিসি দেখা করবেন বলে আশা করা হচ্ছে।

 

তিনি অর্থনৈতিক সহযোগিতার সুযোগ নিয়ে আলোচনা করার জন্য কাতারের ব্যবসায়ী সম্প্রদায়ের সদস্যদের সঙ্গেও দেখা করবেন। 

 

আরও পড়ুন: ঢাকার ‘মার্চ ফর গাজা’র খবর এবার আল জাজিরায়

 

প্রতিবেদনে বলা হয়, সিসির আলোচনায় ফিলিস্তিনি স্বার্থ এবং গাজায় স্থায়ী যুদ্ধবিরতি অর্জনের যৌথ প্রচেষ্টার ওপরও আলোকপাত করা হবে।

 

এই সফরে কুয়েতও অন্তর্ভুক্ত থাকবে, যেখানে আমির শেখ মিশাল আল-আহমদ আল-জাবের আল-সাবাহ এবং ক্রাউন প্রিন্স শেখ সাবাহ খালেদ আল-হামাদ আল-সাবাহর সাথে দেখা করার কথা রয়েছে সিসির।

 

এমন এক সময়ে মিশরের প্রেসিডেন্ট এই সফর করছেন, যখন গাজায় গণহত্যা চালিয়ে যাচ্ছে ইসরাইল। 

 

আরও পড়ুন: বিমান হামলা /গাজায় পুলিশ কমান্ডারকে হত্যা করল ইসরাইল

 

প্রসঙ্গত, গাজায় যুদ্ধবিরতিতে পৌঁছানোর জন্য ইসরাইল এবং ফিলিস্তিনি গোষ্ঠী হামাসের মধ্যে আলোচনায় কাতারের সঙ্গে মিশর একটি গুরুত্বপূর্ণ মধ্যস্থতাকারী হিসেবে কাজ করছে।

]]>
সম্পূর্ণ পড়ুন