মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) ইসরাইল কাতারের রাজধানীতে দোহায়, গাজায় যুদ্ধবিরতি নিশ্চিত করার জন্য আলোচনায় নিয়োজিত প্রতিনিধিদলের ওপর ভয়াবহ হামলা চালায়।
বৃহস্পতিবার আল জাজিরায় সম্প্রচারিত এক সংবাদ সম্মেলনে হামাসের মুখপাত্র ফাওজি বারহুম বলেন, ‘আমাদের নেতাদের লক্ষ্য করে ইসরাইলি হামলা আমাদের সংকল্পকে দুর্বল করতে পারবে না। এই অপরাধ আলোচনাকারী প্রতিনিধিদলকে লক্ষ্য করে করা হয়নি, বরং সমগ্র আলোচনা প্রক্রিয়াকে লক্ষ্য করে করা হয়েছে।’
আরও পড়ুন:কাতারে ইসরাইলের হামলায় শীর্ষ নেতারা বেঁচে গেলেও নিহত ৬, দাবি হামাসের
বারহুম বলেন, হামলার সময় হামাসের প্রতিনিধিদল দোহায় মার্কিন যুক্তরাষ্ট্রের সর্বশেষ যুদ্ধবিরতি প্রস্তাব নিয়ে আলোচনা করছিল। এই আলোচনা প্রক্রিয়াকে বানচাল করাই হামলার লক্ষ্য ছিল বলেও জানান তিনি।
এই হামলাটি এমন এক সময়ে ঘটল, যখন মার্কিন যুক্তরাষ্ট্র এবং হামাসের মধ্যে অন্যতম প্রধান মধ্যস্থতাকারী কাতার গাজায় যুদ্ধবিরতি স্থাপনের চেষ্টা করছিল। যেখানে ইসরাইল ২০২৩ সালের অক্টোবর থেকে ৬৪,৬০০ জনেরও বেশি ফিলিস্তিনিকে হত্যা করেছে।
এদিকে, গত মঙ্গলবার ইসরাইলের হামলায় হামাসের র্শীর্ষ নেতারা বেঁচে গেলেও হামাসের পাঁচ সদস্য নিহত এবং কাতারের একজন নিরাপত্তা কর্মকর্তা নিহত হওয়ার খবর পাওয়া গেছে।
মঙ্গলবারের হামলার পর থেকে, ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু কাতারের উপর আরও হামলার হুমকি দিয়েছেন।
আরও পড়ুন:ইসরাইলের হামলার আগে ট্রাম্প সতর্ক করেছিলেন, হোয়াইট হাউসের দাবি অস্বীকার কাতারের
]]>