এ ধরনের অনভিপ্রেত সমস্যা এড়িয়ে চলতে মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) এক জরুরি বিজ্ঞপ্তির মাধ্যমে প্রবাসী কর্মীদের সতর্ক করেছে দূতাবাস।
বিজ্ঞপ্তিতে বলা হয়, কাতার সরকারের নিয়ন্ত্রাণাধীন বিভিন্ন শপিংমলসহ অন্যান্য স্থানে পার্কিংয়ে গাড়ি আসামাত্র কার ওয়াশের জন্য গাড়ির কাচে ‘নক’ করে কিছু ক্লিনিং কোম্পানির কর্মী। তারা যাত্রীদের বারবার বিরক্ত করে এবং কার ওয়াশ করতে না চাইলে অযাচিতভাবে অর্থ দাবি করে, যা আইনত দণ্ডনীয়।
আরও পড়ুন: ফিলিস্তিনকে চার দেশের স্বীকৃতি নিয়ে যা বলল সৌদি আরব-কাতার
এই অনাকাঙ্ক্ষিত আচরণের কারণে বৈধ কাতার আইডি ও কাজের অনুমতি থাকা সত্ত্বেও কিছু বাংলাদেশি কর্মীকে আটক করেছে দেশটির আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের পর দূতাবাস জানতে পারে, পাবলিক পার্কিংয়ে এমন কর্মকাণ্ডের কারণে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হয়েছে।
দূতাবাস জানায়, এ সমস্যা থেকে বাঁচতে এবং ভবিষ্যতে আইনগত জটিলতা এড়াতে কার ওয়াশিং কোম্পানি এবং এর সঙ্গে সংশ্লিষ্ট সব কর্মীকে সতর্কতা অবলম্বনের অনুরোধ জানানো হয়েছে।