আমরা কেন এমন করি? কারণ, আমরা মানুষ। আমরা চাই, সবাই আমাদের পছন্দ করুক। আমরা চাই জনপ্রিয় হতে, সম্মান পেতে এবং সহকর্মীর সঙ্গে বন্ধুসুলভ হতে। আমরা চাই না যে কেউ আমাদের অসামাজিক বা অমনোযোগী ভাবুক। একেবারেই চাই না অন্য কারও গসিপের বিষয় হতে। তাই ইচ্ছা না থাকা সত্ত্বেও সহকর্মীর সঙ্গে আড্ডায় যুক্ত হতে হয়।