কাউকে তাড়াতাড়ি আকাশে তুলে আবার নামিয়ে দেবেন না

২ সপ্তাহ আগে
টেস্ট ক্রিকেটের জন্যই সাইফ হাসান টিম ম্যানেজমেন্টের চিন্তায় ছিলেন। রংপুর রাইডার্সের হয়ে গত বিপিএলে ভালো করলেও সেভাবে টি-টোয়েন্টির পরিকল্পনায় ছিলেন না। এশিয়া কাপের স্কোয়াডে তার ডাক পাওয়াটা চমকই বলা যায়। দুই বছর পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেছেন নেদারল্যান্ডস সিরিজ দিয়েই। আর প্রত্যাবর্তনেই ব্যাটে-বলে দারুণ পারফর্ম করে দিলেন সামর্থের প্রমাণ।

একাধিক পজিশনে ব্যাটিংয়ে পারদর্শীতা আর কাজ চালানো অফস্পিন–সাইফ হাসানকে দলে নেয়ার পেছনে এই দুই গুণকেই গুরুত্ব দিয়েছিল নির্বাচকরা। নেদারল্যান্ডসের বিপক্ষে প্রত্যাবর্তনে নির্বাচকদের আস্থার প্রতিদান দারুণভাবে দিয়েছেন সাইফ। গতকাল (৩০ আগস্ট) সিলেটে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে নেদারল্যান্ডসের দেয়া ১৩৭ রানের লক্ষ্য বাংলাদেশ পেরিয়ে গেছে ৮ উইকেট ও ৩৯ বল হাতে রেখেই।


দারুণ এই জয়ের দিনে আগে বল হাতে ২ ওভারে ১৮ রান দিয়ে ২ উইকেট শিকার করেছেন সাইফ। এরপর চার নম্বরে ব্যাট করতে নেমে ১৯ বলে ১ চার ও ৩ ছক্কায় অপরাজিত ৩৬ রানের ইনিংসে দলের জয়ে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন তিনি।


খেলার ধরণ বদলে ইমপ্যাক্ট ক্রিকেটার হয়ে ওঠার পেছনে ক্রেডিট সাইফ দিচ্ছেন জাতীয় দলের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিনকে। গতকাল ম্যাচের পর সম্প্রচারক দেয়া সাক্ষাৎকারে সাইফ জানান, সালাউদ্দিনের সঙ্গে লম্বা সময় কাজ করেছেন তিনি।

 

আরও পড়ুন: ‘আমি সব মুহূর্তের চ্যালেঞ্জ নিতে চাই’- ম্যাচ জয়ের পর তাসকিন


আজ ছিল টাইগারদের ঐচ্ছিক অনুশীলন। এর আগে দলের পক্ষ থেকে সংবাদ সম্মেলনে আসেন সহকারী কোচ সালাউদ্দিন। সাইফের প্রত্যাবর্তন নিয়ে জানতে চাইলে এই কোচ বলেন,  ‘আপনাদের আমি আগেও অনুরোধ করেছি, কাউকে খুব তাড়াতাড়ি আকাশে তুলে ফেলবেন না। কাউকে এত তাড়াতাড়ি নিচেও নামিয়ে ফেলবেন না।’


 

কোচ সালাউদ্দিন। ছবি: সংগৃহীত


টেস্ট দিয়ে অভিষেক হলেও ৬ টেস্টেই থেমে গেছে সাইফের ক্যারিয়ার। আগের পাঁচ টি-টোয়েন্টিতেও ভয়ঙ্করভাবে ব্যর্থ হয়েছিলেন। তিনবার তো রানের খাতাই খুলতে পারেননি। ওপেনার হিসেবে ব্যর্থ সাইফ এরপর বদলেছেন নিজেকে। তিন-চারে ব্যাট করে পেয়েছেন সাফল্য।


বারবার ব্যর্থ হলেও সাইফের ফের দলে ফেরার পেছনে শক্ত মানসিকতাকে কৃতিত্ব দিচ্ছেন সালাউদ্দিন।


এই কোচ বলেন,  ‘যেকোনো মানুষই যখন পিছিয়ে যায়, সেখান থেকে সবাই বেরিয়ে আসতে পারে না। যেহেতু ওর একটা তকমা ছিল টেস্ট ক্রিকেটার, সেখান থেকে বেরিয়ে এসে যে দৃঢ়তা দেখিয়েছে, এটা সবার ভেতরে থাকে না। উন্নতি তো করে যেতেই হবে। কিন্তু তার চেষ্টা ছিল। এটা সে নিজেই করেছে। নিজেকে অন্য জায়গায় দেখতে চেয়েছে।’


আরও পড়ুন: জিম্বাবুয়ের বিপক্ষে জেতা ম্যাচে জরিমানা হলো শ্রীলঙ্কার


জাতীয় দলে ফেরার পর এবার জায়গা পোক্ত করার চ্যালেঞ্জ সাইফের সামনে। সালাউদ্দিনের বিশ্বাস ব্যাতে-বলে নিজেকে আরও শানিত করে সেই চ্যালেঞ্জ উৎরে যাবেন তিনি,  ‘অনেক মানুষই চেষ্টা করে, কিন্তু ধৈর্যটা অনেকের হয়তো এক মাস থাকে, দুই মাস থাকে, এক বছর থাকে। কিন্তু তার ধৈর্যটা চার বছর ধরে দেখলাম। এটা একটা বড় ধরনের…। আপনি কত দিন ধরে ধৈর্য ধরে রাখছেন। সেটার ফলই হয়তো সে পাচ্ছে। ভবিষ্যতে হয়তো আরও ভালো করবে।’


সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে আগামীকাল আবার মাঠে নামবে দুই দল। 

]]>
সম্পূর্ণ পড়ুন