কাঁঠাল খাবেন না যারা

২ সপ্তাহ আগে
সবাই কাঁঠাল খেতে পারেন না। কিছু নির্দিষ্ট ব্যক্তি বা শারীরিক অবস্থা থাকলে কাঁঠাল খাওয়া উচিত নয় বা সীমিতভাবে খাওয়া উচিত। দেখে নিন কাঁঠাল কারা খেতে পারবেন আর কারা খেতে পারবেন না।

১. যাদের কাঁঠাল খাওয়া উচিত নয়-


ডায়াবেটিস রোগী: কাঁঠালে প্রাকৃতিক চিনি (ফ্রুক্টোজ) বেশি থাকে। বেশি পরিমাণে খেলে রক্তে শর্করার মাত্রা দ্রুত বাড়াতে পারে।


অতিরিক্ত ওজন বা ওবেসিটি যাদের আছে: কাঁঠাল ক্যালরি ও কার্বোহাইড্রেটে সমৃদ্ধ। বেশি খেলে ওজন বাড়তে পারে।

 

আরও পড়ুন: হার্টের রোগীরা ভুলেও খাবেন না জামের বিচি


হজমজনিত সমস্যা (গ্যাস্ট্রিক, অ্যাসিডিটি): অতিরিক্ত কাঁঠাল খেলে গ্যাস, পেট ফাঁপা বা পেট ব্যথা হতে পারে।


অ্যালার্জির ইতিহাস থাকলে: কারো কারো কাঁঠালে অ্যালার্জি থাকতে পারে—চুলকানি, ফুসকুড়ি, বা শ্বাসকষ্ট হতে পারে।


কিডনি রোগী: কাঁঠালে পটাসিয়ামের পরিমাণ বেশি থাকে, যা কিডনি রোগীদের জন্য ক্ষতিকর হতে পারে।

 

আরও পড়ুন: লিচুর পুষ্টিগুণ ও সতর্কতা


থাইরয়েডের সমস্যায় (বিশেষ করে হাইপোথাইরয়েডিজম): গবেষণায় দেখা গেছে, কাঁঠাল থাইরয়েড হরমোনের কার্যক্রমে প্রভাব ফেলতে পারে, যদিও বিষয়টি এখনও নিশ্চিত নয়। তবে সাবধানতা অবলম্বন করা ভালো।


কাঁঠাল খাওয়ার পর ভারি খাবার বা দুধ খাওয়া এড়িয়ে চলা উচিত। পরিমিত পরিমাণে খাওয়া সবসময়ই ভালো—বিশেষ করে স্বাস্থ্য সমস্যা থাকলে।
 

]]>
সম্পূর্ণ পড়ুন