নিয়মিত কল বা শাওয়ার ব্যবহার করতে করতে পানির ময়লা তাতে জমে যেতে পারে। সঠিকভাবে পরিষ্কার না করা হলে এগুলোতে মরিচা ধরে যেতে পারে। আবার পানিতে আয়রনের মাত্রা বেশি থাকলে কলের মুখ হলুদ হয়ে যেতে পারে। অনেক সময় স্টিলের বা লোহার কল দীর্ঘদিন ব্যবহারের কারণেও মরিচা পড়ে যেতে পারে। কীভাবে এই মরিচা দূর করবেন জেনে নিন। বিস্তারিত