কলার আড়তে কুন্ডলী পাকিয়ে বসেছিল সাপটি, ভয়ে ছোটাছুটি

৩ সপ্তাহ আগে
মৌলভীবাজারের শ্রীমঙ্গল পৌর বাজারের কলার আড়ত থেকে একটি ফণিমনসা সাপ উদ্ধার করা হয়েছে। এ সাপটিকে বনপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল জানিয়েছেন, শনিবার (১৯ জুলাই)  দুপুরের দিকে শ্রীমঙ্গল পৌর বাজারে এ ফণিমনসা সাপটি একটি কলার আড়তে কুন্ডলী পাকিয়ে বসেছিল। পৌর বাজারের লোকজনের উপস্থিতি আঁচ করে সাপটি ভয়ে আড়ত এলাকায় ছুটাছুটি শুরু করে। এতে লোকজন সাপের ভয়ে অনেকেই সাপটি মারতে এগিয়ে আসেন। এক পর্যায়ে বাজারের লোকজন বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজলকে বিষয়টি ফোনে জানান।

 

আরও পড়ুন: বন্যার পানি কমার পর রান্নাঘরে গিয়ে সাপের কামড়ে গৃহবধূর মৃত্যু

 

স্বপন দেব সজল জানান, দ্রুততার সাথে বাজারে উপস্থিত হয়ে সাপটি উদ্ধার করে তার হেফাজতে নিয়ে আসেন। পরে বন্যপ্রাণী বিভাগের কাছে সাপটি হস্তান্তর করা হয়। এ সাপটি বিষধর। পাহাড় জঙ্গলে এর বসবাস।

]]>
সম্পূর্ণ পড়ুন