সবশেষ শুক্রবার (৪ এপ্রিল) দুপুর ১২টায় উপজেলার টিয়াখালী ইউনিয়নের মধ্য টিয়াখালী গ্রামের বাড়িতে সে তাকে একা পেয়ে জোরপূর্বক ধর্ষণ এবং রাতে ধর্ষণে ব্যর্থ হয়ে ওই নারীকে মারধর করে।
আহত ওই নারী জানায়, আত্মীয়তার সুবাদে প্রতিবেশী সোহাগ প্রায়ই ওই নারীর ঘরে যাওয়া আসা করতো। প্রায় আড়াই বছর আগে তাকে ঘরে একা পেয়ে সে জোরপূর্বক ধর্ষণ করে এবং তা মোবাইলে ধারণ করে। পরে ওই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়ার ভয় দেখিয়ে সে তাকে বেশ কয়েকবার জোরপূর্বক ধর্ষণ করে। গতকাল (৪ এপ্রিল) দুপুরে তাকে ঘরে একা পেয়ে আবারও ধর্ষণ করে। সন্ধ্যায় ওই নারীর স্বামী নদীতে মাছ শিকারে যায়। রাত সাড়ে ১১টার দিকে ফের ধর্ষণ করতে গেলে ওই নারী তাকে বাধা দেয় এবং কৌশলে ফোনে তার স্বামীকে জানায়। এতে ক্ষিপ্ত হয়ে সোহাগ ওই নারীকে মারধর করে এবং তার স্বামী বাড়িতে প্রবেশের সঙ্গে সঙ্গে পালিয়ে যায়।
আরও পড়ুন: প্রতিবন্ধী কিশোরীকে তুলে নিয়ে ধর্ষণচেষ্টা
কলাপাড়া থানার ওসি তদন্ত মোস্তাফিজুর রহমান বলেন, রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।