মঙ্গলবার (১৯ আগস্ট) বেলা দেড়টার দিকে পৌর শহরের নতুন বাজার এলাকায় অগ্রণী ব্যাংকের সামনে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী নিলুফা বেগম জানান, কয়েকদিন আগে তিনি একটি এনজিও থেকে ঋণ নেন। ওই ঋণের ৩০ হাজার টাকা চেকের মাধ্যমে অগ্রণী ব্যাংক থেকে উত্তোলন করে ব্যাংক থেকে বের হওয়ার পরপরই কালো টি-শার্ট পরা এক ছিনতাইকারী তার হাত থেকে টাকা ছিনিয়ে নেয়। মুহূর্তেই দ্রুত পালিয়ে যায় ছিনতাইকারী।
আরও পড়ুন: কুয়াকাটা সৈকতে আবারও ভেসে এলো মৃত ডলফিন
নিলুফা বেগম কলাপাড়া উপজেলার চাকায়ইয়া ইউনিয়নের আনিপাড়া গ্রামের শ্রমজীবী দুলাল সিকদারের স্ত্রী। হঠাৎ দিনের আলোয় টাকার এমন ছিনতাইয়ের ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে এলাকাবাসীর মধ্যে।
কলাপাড়া থানার উপপরিদর্শক (এসআই) মো. জাকির হোসেন বলেন, ‘অভিযোগ পাওয়ার পর আমরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে খোঁজখবর নিয়েছি। সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। খুব শিগগিরই ছিনতাইকারীকে শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
]]>