কলম্বোতে আইটিএফ এশিয়া অনূর্ধ্ব-১৪ ডেভেলপমেন্ট চ্যাম্পিয়নশিপে আজ বালক এককে বাংলাদেশের দুজন খেলোয়াড় শেষ আটে জায়গা করে নিয়েছে।
মঙ্গলবার কাব্য গায়েন ৬-০, ৬-১ গেমে লাওসের পান্তা বংকে হারান।
অন্য ইভেন্টে মোহাম্মদ আকাশ হোসেন ৭-২, ৭-৫ গেমে ব্রুনাইয়ের লিম এসনের বিপক্ষে জয়ী হয়েছেন।
মেয়েরা প্রথম রাউন্ড থেকে বিদায় নিয়েছে। বিস্তারিত