বুয়েনস আয়ার্সে ম্যাচের শুরু থেকেই বল দখলে এগিয়ে ছিল আর্জেন্টিনা। তবে প্রথম হাফে আক্রমণে এগিয়ে ছিল সফরকারী কলম্বিয়া। ম্যাচের ২৪তম মিনিটে দারুণ এক গোল করে কলম্বিয়াকে এগিয়ে দেন লুইজ দিয়াজ। ডি-বক্সের ভেতরে আর্জেন্টিনার তিন ফুটবলারকে কাটিয়ে জাল খুঁজে নেন এই উইঙ্গার।
এরপর প্রথমার্ধের বাকি সময়ে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেছে মেসি-আলভারেজরা। তবে গোলের দেখা পাননি তারা। দ্বিতীয়ার্ধেও বল দখলের পাশাপাশি আক্রমণেও আরও ধার বাড়ায় স্বাগতিকরা। তবে কলম্বিয়ার ডিফেন্স ভাঙতে পারছিল না তারা। মাঝে কয়েকটা সহজ সুযোগ নষ্ট করে আর্জেন্টিনার ফুটবলাররা। তার পাশাপাশি মেসির একটি ফ্রি কিক দুর্দান্তভাবে সেভ করেন কলম্বিয়ার গোলরক্ষক কেভিন মিয়ার।
আরও পড়ুন: এই আর্জেন্টিনা মেসিনির্ভর নয়: স্ক্যালোনি
ম্যাচের ৭০তম মিনিটে পা দিয়ে বল নিয়ন্ত্রণ নিতে গিয়ে কলম্বিয়ার এক ফুটবলারকে মাথায় আঘাত করেন এঞ্জো ফার্নান্দেজ। রেফারি সরাসরি তাকে লাল কার্ড দেখান। এর কিছুক্ষণ পরই মেসিকে উঠিয়ে নেন স্ক্যালোনি। মেসি মাঠ ছাড়ার তিন মিনিট পরই সমতায় ফেরে আর্জেন্টিনা।
৮১তম মিনিটে আর্জেন্টিনাকে সমতায় ফেরান আলমাদা। এরপর দুই দল বেশকিছু চেষ্টা করেই গোলের দেখা পায়নি। ফলে ১-১ সমতায় শেষ হয় ম্যাচটি।
বিশ্বকাপ বাছাইয়ের কনমেবল অঞ্চলের পয়েন্ট টেবিলে ১৬ ম্যাচ শেষে ৩৫ পয়েন্ট নিয়ে শীর্ষেই রইল আর্জেন্টিনা। সমান ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে ছয় নম্বরে কলম্বিয়া।