মঙ্গলবার (১০ জুন) দুপুরে উপজেলা কৈলাটি ইউনিয়নের সাধুয়া ইন্দপুর গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, বাড়ির পাশে বাশঁঝাড়ে বাঁশ কাটতে গেলে সাবমার্সিবল লাইনের তারে জড়িয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে ছটফট করতে থাকেন আশিকুর। এসময় তার বাবা ফজু রহমান ছেলেকে এভাবে দেখে চিৎকার দিলে স্থানীয়রা তাকে কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন: পঞ্চগড়ে বিদ্যুৎস্পৃষ্টে ৩ জনের মৃত্যু
এ ব্যাপারে কলমাকান্দা থানায় একটি ইউডি মামলা দায়ের হয়েছে।
এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন কলমাকান্দা থানার ওসি তদন্ত লুৎফুর রহমান।