সর্বশেষ দুই বছর বেশ কঠিন ছিল শ্রেয়াস আইয়ারের জন্য। ইনজুরির কারণে লম্বা সময় খেলার বাইরে থাকার পর বাদ পড়েন জাতীয় দলের কেন্দ্রীয় চুক্তি থেকেও। তবে শ্রেয়াস বিচলিত হননি। ইনজুরি কাটিয়ে আইপিএলে ফিরে শিরোপা জেতার পাশাপাশি ওয়ানডে দলেও স্থায়ীভাবে জায়গা করে নিয়েছেন। গত বছর দলকে ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে তুলতে বড় ভূমিকা রেখেছিলেন, আর এবার চ্যাম্পিয়ন্স ট্রফি জয়েও দেখালেন ফর্মের সেই দাপট।
গত আইপিএলে কলকাতাকে সামনে থেকে নেতৃত্ব দিয়ে শিরোপা জিতিয়েছেন আইয়ার। ১৫ ম্যাচে ১৪৬.৮৬ গড়ে করেছেন ৩৫১ রান। এছাড়া মাঠে তার নেতৃত্বও ছিল প্রশংসা কুড়োনোর মতো। তবে এত বড় অবদান রাখার পরেও শ্রেয়াসকে এবারের আসরের জন্য ধরে রাখেনি কলকাতা। শুধু তাই নয়, মেগা নিলামেও এই ক্রিকেটারের প্রতি আগ্রহ দেখায়নি ফ্র্যাঞ্চাইজিটি।
সদ্য সমাপ্ত চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের পর টাইমস অব ইন্ডিয়ায় দেওয়া এক সাক্ষাৎকারে এই বিষয়ে কথা বলেছেন শ্রেয়াস। এই ক্রিকেটারের মতে, শিরোপা জিতিয়েও কলকাতার কাছ থেকে প্রাপ্য সম্মান পাননি।
শিরোপা জেতানোর পরেও কলকাতা আগ্রহ না দেখানোতে হতাশ হয়েছিলেন কিনা, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, 'হতাশা ছিল না, কারণ আইপিএল খেলছিলাম। প্রধান লক্ষ্য ছিল আইপিএল জেতা, সৌভাগ্যক্রমে সেটা জিততে পেরেছিলাম। ব্যক্তিগতভাবে আমার মনে হয়েছে, আইপিএল জয়ের পর যে স্বীকৃতি চেয়েছিলাম তা পাইনি। তবে দিন শেষে, নিজের ওপর সৎ থাকলে এবং কেউ না দেখলেও সঠিক কাজ করে যাওয়া যায়। এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ এবং আমি সেটাই করে চলেছি।'
তিনি আরও বলেন, 'স্বীকৃতি বলতে আমি সম্মান পাওয়ার কথা বুঝিয়েছি। মাঠে আমি যে প্রচেষ্টা দেখাই, সেটার জন্য সম্মান দেখানোর কথা বলছি।'
আরও পড়ুন: পিসিবি চেয়ারম্যান ক্রিকেটের কিছুই জানেন না: আফ্রিদি
সদ্য সমাপ্ত চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতকে শিরোপা জেতানোর অন্যতম কারিগর ছিলেন শ্রেয়াস। পাঁচ ম্যাচে তার ব্যাট থেকে আসে ২৪৩ রান। প্রায় প্রতি ম্যাচেই খেলেছেন ইমপ্যাক্টফুল ইনিংস। চাপের মুহূর্তে ফাইনালেও খেলেছেন ৪৮ রানের ইনিংস।
এমন অনবদ্য পারফরম্যান্সের পর শিরোপা জয়ের অনুভূতির কথা জানিয়েছেন তিনি। শ্রেয়াস বলেন, '(চ্যাম্পিয়ন্স ট্রফির সাদা ব্লেজার পরতে পারা) অত্যন্ত তৃপ্তিদায়ক। সত্যি কথা বলতে, এটা অন্যরকম এক যাত্রা ছিল, যেখানে ২০২৩ বিশ্বকাপের পর কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়ার মতো ঘটনা ছিল এবং এবং জীবনের এই পর্যায়ে এসে অনেক কিছু শিখেছি। কোথায় ভুল করেছি, সেটা পুনরায় মূল্যায়ন করেছি। কি করা উচিত, ফিটনেসে কেমন মনোযোগ দেওয়া প্রয়োজন, নিজেকে এসব প্রশ্ন করেছি। একটি রুটিন তৈরি করে অনুশীলনে মনোযোগ দেওয়ার পাশাপাশি স্কিল বাড়ানোর কাজ করেছি।'
আইপিএলে কলকাতায় জায়গা না হলেও ২৬ কোটি ৭৫ লাখ রুপি দিয়ে শ্রেয়াসকে দলে টেনেছে পাঞ্জাব কিংস। এবারের আইপিএলে প্রথম শিরোপার খোঁজে থাকা দলটিকে নেতৃত্ব দেবেন তিনি।