কলকাতা আমার দ্বিতীয় বাড়ি: জয়া আহসান

৩ সপ্তাহ আগে
দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। তিনি দুই বাংলাতেই সমান তালে কাজ করে যাচ্ছেন। আর ঢাকা-কলকাতা মিলেই তিনি থাকেন। অভিনেত্রী সবসময় বলেন কলকাতা তার দ্বিতীয় বাড়ি। এবার পূজাতেও সেখানে কাটাবেন তিনি।

গত ৭ সেপ্টেম্বর কলকাতায় যান জয়া আহসান। সেখানে এডভেন্ট এক্টর স্টুডিও প্রাইভেট লিমিটেড গ্লোবাল ইনফ্লুয়েঞ্জার এক্সিলেন্স অ্যাওয়ার্ড মঞ্চে উপস্থিত ছিলেন অভিনেত্রী। অনুষ্ঠানে গিয়ে আপ্লুত হয়ে জানালেন, এখানে যোগ দিয়ে তিনি খুবই খুশি। এরপরই দুর্গাপূজা উপলক্ষে সবাইকে শারদীয়ার শুভেচ্ছা জানান; ভাগ করে নেন পূজার পরিকল্পনাও।


জয়া বলেন, ‘পূজার সময় কলকাতা আমি খুব মিস করি। এমনিতেও কলকাতা এখন আমার সেকেন্ড হোম। তাই পূজার সময় আমি এখানেই কাটাতে বেশি ভালোবাসি। এবারেও এখানে থাকব আমি।’

 

আরও পড়ুন: জয়া অভিনীত ইরানি সিনেমা ‘ফেরেশতে’ মুক্তি পাচ্ছে বাংলাদেশে


জয়া অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ইনফ্লুয়েন্সারদের প্রশংসা করে বলেন, ‘কোনো ছবি মুক্তির পর সেটির জনপ্রিয়তা গড়ে তুলতে ইনফ্লুয়েন্সাররা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। কনটেন্ট ক্রিয়েটররা যে ভিডিও তৈরি করেন, তা শেষ পর্যন্ত ছবিরই উপকারে আসে।’

 

আরও পড়ুন: রাজকীয় লুকে উষ্ণতা ছড়ালেন জয়া


উল্লেখ্য, ‘ডিয়ার মা’ হোক অথবা ‘পুতুল নাচের ইতিকথা’, একের পর এক ছবিতে অসাধারণ অভিনয় করে প্রশংসা কুড়িয়েছেন জয়া। 
 

]]>
সম্পূর্ণ পড়ুন