কর্সিকায় ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাক্রোঁ এবং পোপ ফ্রান্সিসের সাক্ষাৎ

৩ সপ্তাহ আগে
পোপ ফ্রান্সিস কর্সিকা সফর শেষ হওয়ার আগে রাজধানী আজাসিওতে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সঙ্গে সাক্ষাৎ করেন। রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪। তাদের বৈঠকের পর, পোপ ফ্রান্সিস এবং ম্যাক্রোঁকে আজাসিও বিমানবন্দরে দেখা যায় যেখানে পোপের জন্য একটি বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছিল।  কর্সিকায় একদিনের সফরে পোপ ভূমধ্যসাগর জুড়ে ধর্মীয় সভায় যোগ দেন।  প্রেসিডেন্ট ম্যাক্রোঁর সাথে দেখা করার আগে তিনি একটি ক্যাথলিক মাস উদযাপন করেছিলেন।  বিধ্বংসী অগ্নিকাণ্ডের পাঁচ বছর পর প্যারিসের নটর ডেম ক্যাথেড্রাল পুনরায় চালু হওয়ার অনুষ্ঠান উপেক্ষা করার মাত্র এক সপ্তাহের মধ্যে তিনি কর্সিকা সফরে আসেন।
সম্পূর্ণ পড়ুন