রোববার (১৫ জুন) দুপুর দেড়টার দিকে হোস্টেলের ৩য় তলার একটি কক্ষ থেকে মরদেহ উদ্ধার করেছে নিউমার্কেট থানা পুলিশ।
পরে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠিয়েছে পুলিশ।
আরও পড়ুন: নরসিংদীতে অজ্ঞাত যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার
নিউমার্কেট থানার উপপরিদর্শক (এসআই) হোসনে মোবারক জানান, হোস্টেল কর্তৃপক্ষ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করা হয়। সেখানে কক্ষের ভেতর থেকে বন্ধ পাওয়া যায়। পরে দরজা ভেঙ্গে ভেতরে প্রবেশ করা হয়। নিজের পরিহিত ওড়না দিয়ে ফ্যানের সাথে পেঁচিয়ে গলায় ফাঁস দেয়া অবস্থায় তাকে পাওয়া যায়।
এসআই আরও জানান, ওই নারীর বাড়ি বরিশাল সদর উপজেলার পলাশপুর গ্রামে। বাবার নাম মো. জাহাঙ্গীর হোসেন। তিনি ঢাকা জেলার দোহারে অগ্রণী ব্যাংকে চাকরি করতেন। আত্মহত্যার কারণ জানা যায়নি। স্বজনদের খবর দেয়া হয়েছে। তারা আসার পর বিস্তারিত জানা যাবে।
]]>