কর্মকর্তাদের ইন্টারনেটযুক্ত ডিভাইস ব্যবহার নিষিদ্ধ করল ইরান

২ সপ্তাহ আগে
ইসরাইলের সঙ্গে ক্রমবর্ধমান উত্তেজনার পরিপ্রেক্ষিতে ইরানের সরকারি কর্মকর্তাদের ইন্টারনেটযুক্ত যে কোনো ডিভাইস ব্যবহার নিষিদ্ধ করেছে দেশটির সাইবার সিকিউরিটি কমান্ড।

মঙ্গলবার (১৭ জুন) ইরানের আধা সরকারি বার্তা সংস্থা ফার্স এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।


সাইবার সিকিউরিটি কমান্ডের উদ্ধৃতি দিয়ে প্রতিবেদনে বলা হয়, ইরানি কর্মকর্তা এবং তাদের দেহরক্ষীদের ইন্টারনেট বা টেলিযোগাযোগ নেটওয়ার্কের সঙ্গে সংযোগকারী কোনো সরঞ্জাম ব্যবহার না করার  নির্দেশ দেয়া হয়েছে।


কারণ, সংবেদনশীল স্থানে মোবাইল ফোন বন্ধ করলেও লোকেশন ট্র্যাকিং আটকানো যাবে না। বিকল্প হিসেবে নিরাপদ, অ্যান্টি-ট্র্যাকিং ডিভাইস ব্যবহারের পরামর্শ দিয়েছে সাইবার সিকিউরিটি কমান্ড।


ধারণা করা হচ্ছে, ইরানের সরকারি কর্মকর্তাদের ওপর হামলার জন্য ইসরাইলি সংস্থাগুলো মোবাইল নেটওয়ার্ক ব্যবহার করতে পারে–এ জন্য এমন নির্দেশনা দেয়া হয়েছে।
 

আরও পড়ুন: ইরানে হামলার পেছনে ৩ লক্ষ্যের কথা জানালেন ইসরাইলের পররাষ্ট্রমন্ত্রী


এর আগে ২০২৪ সালের ১৭ ও ১৮ সেপ্টেম্বর লেবাননজুড়ে হিজবুল্লাহ সদস্যদের ব্যবহৃত হাজার হাজার পেজার এবং ওয়াকি-টকি বিস্ফোরণ ঘটায় ইসরাইল।


এদিকে দেশটির দ্য ন্যাশনাল পেট্রোলিয়াম প্রোডাক্টস ডিস্ট্রিবিউশন কোম্পানি বলেছে, তারা তেহরানের ১৭টি ভ্রাম্যমাণ ফুয়েল স্টেশনের ব্যবস্থা করেছে। আরও ১৩টি শিগগিরই এতে যুক্ত হবে।


কোম্পানিটি বলেছে, দেশের জন্য প্রয়োজনীয় জ্বালানি সরবরাহের ক্ষেত্রে কোনো চ্যালেঞ্জ নেই।


এদিকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এসমাইল বাঘাই জি-৭ নেতাদের সমালোচনা করে বলেছেন, তারা ইরানের বিরুদ্ধে ইসরাইলের আগ্রাসন, শান্তিপূর্ণ পরমাণু স্থাপনায় অবৈধ হামলা ও ইরানের নাগরিকদের হত্যার বিষয়টি এড়িয়ে গেছেন।

]]>
সম্পূর্ণ পড়ুন