বৃহস্পতিবার (৭ আগস্ট) সকাল থেকে ফেরি চলাচল বন্ধ রয়েছে বলে জানান সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী সবুজ চাকমা।
তিনি বলেন, ‘বুধবার রাতে কাপ্তাই বাঁধের জলকপাট ৩ ফুট খুলে দেয়ায় কর্ণফুলী নদীতে প্রবল স্রোত ও ঘূর্ণির সৃষ্টি হয়েছে। এতে ফেরি চলাচলে মারাত্মক ঝুঁকি তৈরি হয়।’
আরও পড়ুন: বেড়েই চলছে পানি, কাপ্তাই হ্রদের জলকপাট খোলা হলো আরও ৬ ইঞ্চি
তিনি জানান, বর্তমানে হ্রদ থেকে প্রতি সেকেন্ডে ৯০ হাজার কিউসেক পানি নদীতে প্রবাহিত হচ্ছে, সঙ্গে রয়েছে ভাটার টান। এমন পরিস্থিতিতে ফেরি চলাচল করলে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। তাই ফেরি বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে।
ফেরি চলাচল বন্ধ থাকাকালে চালকদের বিকল্প সড়ক ব্যবহারের অনুরোধ জানিয়েছেন প্রকৌশলী সবুজ চাকমা।
]]>