আক্রান্ত ২৭ বছর বয়সী যুবক নগরীর হালিশহর এলাকার বাসিন্দা।
জানা যায়, গত ৪ জুন, ৬ জুন ও ৯ জুনের পরীক্ষায় চট্টগ্রামে চারজনের করোনা শনাক্ত হয়েছিল। এদের মধ্যে দুজন নারী ছিলেন।
আরও পড়ুন: করোনার নতুন উপধরন: সুরক্ষিত থাকতে কী করবেন
এ বিষয়ে চট্টগ্রাম জেলা সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম বলেন, নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন একজন। সরকারি পর্যায়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ আরটি-পিসিআর ল্যাবে করোনা পরীক্ষা হচ্ছে। সরকারি হাসপাতালগুলোতে কিটের কিছুটা সংকট রয়েছে বলে জানান ডা. জাহাঙ্গীর।