করোনা সংক্রমণ প্রতিরোধে সিলেট সিটি কর্পোরশনে প্রস্তুতি সভা

৩ দিন আগে
করোনা সংক্রমণ প্রতিরোধে সিলেট সিটি কর্পোরেশনে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার (০১ জুলাই) বিকেলে সিলেট সিটি কর্পোরেশনের সভাকক্ষে সিসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রেজাই রাফিন সরকারের সভাপতিত্বে এ সভার আয়োজন করা হয়।


সভায় সিলেটের করোনা পরিস্থিতি ও করোনা প্রতিরোধে প্রস্তুতি নিয়ে আলোচনা হয়। সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. জাহিদুল ইসলাম জানান, সিলেটে করোনার ভ্যাকসিন গ্রহণের হার ৮০ শতাংশেরও বেশি। তাই করোনার এন্টিবডিও আছে। এছাড়া সিলেটবাসী এ ব্যাপারে সচেতন, তারা স্বাস্থ্যবিধি মেনে চলেন। তাই সিলেটে করোনা সংক্রমণের হারও খুব কম। তবু পরিস্থিতির অবনতি হলে আমরা মোকাবিলায় প্রস্তুত আছি।

আরও পড়ুন: ভোট নয়, পরকালে জবাবদিহির ভয় নিয়েই মাঠে নেমেছি : মোহাম্মদ আলী

সভায় বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. ভাস্কর ভট্টাচার্য জানান, চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত ৩৮১ জনের করোনা পরীক্ষা করে ২৪ জন রোগী সনাক্ত হয়েছেন। সনাক্তের হার ৬ শতাংশেরও কম। এখন পর্যন্ত মৃত্যু হয়েছে একজনের। শহীদ ডা. শামসুদ্দিন হাসপাতালে আইসোলেশন ও আইসিইউ শয্যা প্রস্তুত আছে। আছে করোনা পরীক্ষার পর্যাপ্ত কিটসহ সার্বিক প্রস্তুতি। 


এদিকে সিসিকের প্রধান নিবাহী কর্মকর্তা মোহাম্মদ রেজাই রাফিন সরকার বলেন, ‘সিলেটে করোনার সংক্রমণ খুবই কম। এটা আমাদের জন্য অত্যন্ত আশাব্যঞ্জক। সংক্রমন যাতে না বাড়ে সে জন্য স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। এছাড়া সংক্রমণ প্রতিরোধ এবং চিকিৎসার জন্য প্রয়োজনীয় প্রস্তুতি নিয়ে রাখতে হবে।’


এসময় সভায় উপস্থিত ছিলেন সিটি কর্পোরেশনের সচিব মো. আশিক নূর, প্রধান রাজস্ব কর্মকর্তা মো. মতিউর রহমান খান, প্রধান সম্পত্তি কর্মকর্তা বিশ্বজিৎ দেব, নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারিয়া সুলতানা, জনসংযোগ কর্মকর্তা নেহার রঞ্জন পুরকায়স্থ প্রমুখ।

]]>
সম্পূর্ণ পড়ুন